আজও বেঁচে আছে অঞ্জন দত্তের বেলা বোস, ২৪৪১১৩৯ ‘বেলা বোস’ আসলে কে?

Anjan Dutta Bela Bose : ফোনের এপার থেকে এক পুরুষের আকুল আর্তি,কিন্তু অন্যদিকে সব চুপ। এক বেকার ছেলেকে গ্রহণ করতে চিরকালই অস্বীকার করে মেয়েরা, কখনো ভেবে দেখে না সেই চাকরি বিহীন যুবকটির মনের অবস্থা কেমন হবে? সেদিনও হয়তো তেমনি কিছু হয়েছিল। বেলা বোস (Bela Bose) তুমি শুনতে কি পাচ্ছ? খুব জরুরী দরকার নিয়ে সেদিন সেই যুবকটি ফোন করেছিল কিন্তু উল্টো দিক থেকে কোন জবাব আসেনি। কিন্তু টেলিফোনের ওপারে অঞ্জন দত্ত (Anjan Dutta) -র বেলা বোস কি সত্যিই ছিলেন?

বেলা বোস কে?

একটা গান শেষ হয়ে গেলেও গল্পের শেষ কিন্তু সেখানে হয়নি। আজও সেই গানটি শুনলে কোথাও যেন কষ্ট বুকের মধ্যে জমাট বেঁধে যায়। আজও যেন মনে হয় কেন সেদিন নীরব থেকেছিল বেলা? বেলা নিজের ভালোবাসাকে কি অস্বীকার করে বাবা-মার পছন্দকে মেনে নিয়েছিল সেদিন? উত্তর পাওয়া যায়নি আজও। তবে একটা প্রশ্ন সকলেরই মনে জেগে ছিল, কে সেই বেলা বোস? ২৪৪১১৩৯, নম্বরটির অধিকারিনী বেলার কিছুদিন কিছুই বলার ছিল না?

Anjan Dutta Bela Bose

অঞ্জন দত্তের বেলা বোস আসলে কে?

হ্যাঁ বেলা বোস ছিলেন। অঞ্জন দত্তের এই বেলা বোস শুধুমাত্র একটি কাল্পনিক চরিত্র নয়, বাস্তব জীবনে তাঁর অস্তিত্ব রয়েছে। ৬-এর দশকে হিন্দি সিনেমা যারা দেখেছেন তারা জানবেন একজন অসামান্যা নৃত্যশিল্পী ছিলেন এই বেলা বোস। বহু হিন্দি সিনেমায় সোলো ড্যান্সার হিসাবে কাজ করেছেন তিনি। কলকাতা শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে হিন্দি সিনেমায় অভিনয় করার সেই যাত্রাটা খুব সহজ ছিল না বেলার।

Who is real Bela Bose?

১৯৪১ সাল, সেই সময় বলিউডে অভিনয় করার কথা ভাবাই যেত না, তার ওপর যদি কেউ মধ্যবিত্ত পরিবারের মানুষ হন তাহলে তো চিন্তাই করা যেত না অভিনয় জগতে কাজ করার কথা। বেলার বাবার ছিল কাপড়ের ব্যবসা। মা ছিলেন গৃহবধূ। পাঁচ সন্তানকে নিয়ে মোটামুটি জীবন কেটে যাচ্ছিল বেলা বোসের বাবা মায়ের।হঠাৎ মুম্বাইতে ব্যবসা করার সুযোগ আসে বেলা বোসের বাবার কাছে আর সেই ব্যবসার উদ্দেশ্যে কলকাতা থেকে ব্যবসা গুটিয়ে মুম্বাই পাড়ি দেন বেলা বোসের বাবা।

BELA BOSE

মুম্বাইতে ব্যবসা শুরু করার পর কিছুটা স্বচ্ছল অবস্থায় এলো পরিবারে আর সেই সময় বেলাকে নাচের স্কুলে ভর্তি করালেন বাবা। বেলা যে নাচের স্কুলে ভর্তি হলো সেখানে কোন পারিশ্রমিক নেওয়া হতো না, বদলে ছাত্র-ছাত্রীদের বাইরে নাচ-গানের অনুষ্ঠান করতে নিয়ে যাওয়া হতো। অন্যান্যদের মতো বেলাও ছোটখাটো প্রোগ্রাম করতে শুরু করে। ধীরে ধীরে বলিউডের নামিদামি ব্যক্তিত্বদের সঙ্গে আলাপ হচ্ছিল বেলার।

আরও পড়ুন : সমকামী জেনে তাড়িয়ে দেন বাবা-মা! সিনেমার থেকে কম নয় Laughtersane-এর জীবন

BELA BOSE

আরও পড়ুন : কন্ঠে যেন মা সরস্বতী! রচনা ব্যানার্জীর গলায় গান শুনলে প্রেমে পড়ে যাবেন আপনি

Did Bela Bose get married?

দীর্ঘ লড়াইয়ের পর সোলো ডান্সার হিসাবে কাজ করতে শুরু করলেন বেলা। একদিন পেয়ে গেলেন নায়িকার চরিত্র। ‘নাগিন অর সাপেরা’, সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করে সকলকে যোগ্য জবাব দিলেন তিনি। কাজ করতে করতেই একদিন আলাপ হয়ে গেল পরিচালক এবং লেখক আশীষ সেনগুপ্তের সঙ্গে। আশীষকে বিয়ে করার পর বলিউডে আর ফিরে আসেননি বেলা। আজ মেয়ে মঞ্জুশ্রী একজন ডাক্তার এবং ছেলে অভিজিৎ একটি বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কর্মরত। আর বেলা? তিনি এখন স্বামী বিরহের কষ্ট মনে চেপে হাসিমুখে সংসারের হাল ধরে রয়েছেন।