Adipurush Fame Hanuman Devdatta Nage : বর্তমান সময় সারা দেশ জুড়ে একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ছবির নাম হল ‘আদিপুরুষ’ (Adipurush)। ‘ভিএফএক্স’ (VFX) থেকে শুরু করে ছবির গল্প ও সংলাপ সব কিছু নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে হনুমানের মত চরিত্র একটি দৃশ্যে সংলাপ বলছে, “কাপড়া তেরে বাপ কা, তেল তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কি, অউর জলেগি ভি তেরে বাপ কি।”
যদিও এই সংলাপটি পরে পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই ধরনের সংলাপ লেখার পরেও ‘আদিপুরুষ’-এর হনুমান অর্থাৎ অভিনেতা দেবদত্ত নাগে (Devdatta Nage)-এর মুখে এখনও সুনাম শোনা যাচ্ছে লেখক মনোজ মুন্তাসির (Manoj Muntasir)-এর। যদিও বিতর্ক থাকলেও জনপ্রিয়তাও অর্জন করেছেন দেবদত্ত।
তবে এই প্রথম নয়, এর আগেও অনেক পৌরাণিক গল্পেও অভিনয় করতে দেখিছি দেবদত্তকে। এই ধরনের চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ২০১১ সালে প্রথমবার ‘বীর শিবাজি’ (Veer Shivaji) ধারাবাহিকে তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর আরও কিছু ধারাবাহিকে পাশ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ওম রাওয়াত (Om Rawat)-এর পরিচালনায় আগেও কাজ করেছেন তিনি। ‘তনহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ (Tanhaji: The Unsung Warrior) ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতে সূর্যজি মালুসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে টেলিভিশনের দুনিয়ায় কাজ করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।
বিখ্যাত মারাঠি ধারাবাহিক ‘জয় মালহার’ (Jai Malhar)-এ অভিনয় করেই খ্যাতি অর্জন করেছিলেন তিনি। এরপরেই বেশ কিছু ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ‘আদিপুরুষ’-এ হনুমানের চরিত্রে অভিনয় করার পর সারা ভারতে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন : হটনেসে তোলপাড় নেটপাড়া! ‘আদিপুরুষ’-এ বিভীষণের সুন্দরী স্ত্রী আসলে কে জানেন?
কিন্তু ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকেও। কিন্তু এত সমালোচনা সত্ত্বেও তিনি প্রশংসা করে বলেছেন, “মনোজের হাতে মা সরস্বতী বাস করেন বলে আমি মনে করি। এই মহাকাব্য ওর লেখনীর মাধ্যমেই যেন নতুন প্রাণ পেয়েছে।”
আরও পড়ুন : ‘‘হনুমান তো ভগবান নন, শুধুই রামভক্ত!”, ‘আদিপুরুষ’ লেখকের বক্তব্যে ক্ষোভের বন্যা নেটপাড়ায়