হটনেসে তোলপাড় নেটপাড়া! ‘আদিপুরুষ’-এ বিভীষণের সুন্দরী স্ত্রী আসলে কে জানেন?

হটনেস দেখে কাবু নেটপাড়া! ‘আদিপুরুষ’-এ বিভীষণের স্ত্রী আসলে কে? রইল পরিচয়

Riya Chatterjee

Published on:

Vibhishana`s Wife In Adipurush : মুক্তির পর থেকেই কার্যত নিন্দা আর সমালোচনা জুটছে ওম রাউত (Om Raut) পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিতে। কখনও ছবির ডায়লগ, কখনও বা রাম-রাবণের লুক, সীতা মায়ের পোশাক, এসব নিয়ে চলছে জোরদার সমালোচনা। তবে তারই মধ্যে দর্শকদের নজর কেড়েছেন আদিপুরুষ ছবির এক সুন্দরী অভিনেত্রী, যিনি বিভীষণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন।

এই ছবিতে দেখানো হয়েছে লঙ্কা ছেড়ে স্ত্রী এবং নিজের অনুরাগীদের নিয়ে রামের স্মরণে এসেছেন বিভীষণ। রাম যেখানে রাবণের সঙ্গে যুদ্ধ করার জন্য তাঁবু পেতেছিলেন সেখানেই সস্ত্রীক আশ্রয় নেন বিভীষণ। ছবির একটি দৃশ্যে দেখা যায় বিভীষণের স্ত্রী সরমা কাপড় বদলাচ্ছেন। যে দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সরমার চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি তোরদামল (Trupti Toradmal)

Trupti Toradmal

ছবির ওই দৃশ্য যেখানে বিভীষণের সঙ্গে কথা বলার সময় সরমা পোশাক পরিবর্তন করছেন সেই নিয়েও সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে। কয়েক সেকেন্ডের ওই দৃশ্যে উন্মোচিত হয়েছে তৃপ্তির শরীরের খোলামেলা অংশ। এই দৃশ্য দেখে ‘কামসূত্র’ ছবির সঙ্গে তুলনা করছেন দর্শকরা। রামায়ণের মত গল্পে এমন অশ্লীল দৃশ্য ঢোকানোর বিরোধিতা করছেন তারা।

এবার আসা যাক এই হট ও সুন্দরী অভিনেত্রীর প্রসঙ্গে। বিভীষণের স্ত্রীর চরিত্রে অভিনয় করে বিশেষত ওই বিতর্কিত দৃশ্যে অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে তৃপ্তিকে নিয়ে জোরদার আলোচনা চলছে। তৃপ্তি হলেন একজন মারাঠি অভিনেত্রী। তিনি মারাঠি সিনেমার কিংবদন্তি অভিনেতা মধুকর তোরদামলের মেয়ে। ২০১৮ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন তৃপ্তি।

Trupti Toradmal

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘সাবিতা দামোদর পরাঞ্জপে’ দিয়ে শুরু হয় তার অভিনয় কেরিয়ার। ‘আদিপুরুষ’ ছবি দিয়ে তিনি বলিউডে পা রাখলেন। ছবিটির বিষয়বস্তু ও বিতর্কিত দৃশ্য নিয়ে সমালোচনা হলেও তৃপ্তির সৌন্দর্য মুগ্ধ করেছে নেটিজেনদের‌। যদিও ছবির অন্যান্য বিষয়বস্তুর মত সরমার চরিত্রটিতেও বিস্তর ভুলভ্রান্তি দেখানো হয়েছে বলে দাবি করছেন দর্শকরা।

Trupti Toradmal

আরও পড়ুন : রাবণের স্ত্রী হতে নিলেন চড়া পারিশ্রমিক, ‘আদিপুরুষে’র মন্দোদরী আসলে কে জানেন?

গল্পে দেখানো হয় মেঘনাদের আক্রমণের মুখে পড়ে লক্ষ্মণ যখন মূর্ছিত হয়ে পড়েন তখন সরমাই তাদের সঞ্জীবনী বুটির কথা বলে দেন। এরপর যখন হনুমান গোটা পাহাড় তুলে নিয়ে আসেন তখন বিভীষণের স্ত্রী সেবা-যত্ন করে লক্ষ্মণকে সারিয়ে তোলেন। দর্শকদের দাবি, রামায়ণের গল্পকে এখানেও বিকৃত করা হয়েছে।

আরও পড়ুন : ৫০০ কোটির ‘আদিপুরুষ’ থেকে কত কোটি পেলেন প্রভাস-কৃতিরা? চমকে দেবে সইফের পারিশ্রমিক