‘মহানায়ক’ সম্মান পাওয়ার প্রকৃত দাবিদার এই ৭ টলিউড অভিনেতা

সদ্য বাংলায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গ সম্মাননা পুরস্কার। এই পুরস্কার পেয়েছেন টলিউডের নামিদামি ব্যক্তিত্বরা। বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মহানায়ক সম্মান পেয়েছেন অনেক তারকা। কিন্তু বাদ পড়ে গিয়েছেন এমন কিছু গুরুত্বপূর্ণ অভিনেতা, যারা প্রকৃত অর্থেই টলিউডকে সমৃদ্ধ করেছেন। পুরস্কার না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ক্ষোভ উগরে দিয়েছে। আজ এই প্রতিবেদনে রইল সেই সমস্ত তারকাদের নাম, যারা দর্শকদের হৃদয়ে মহানায়ক হওয়ার দাবিদার ছিলেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: টলিউডের ‘মহানায়ক’ যিনি পুরস্কার পেলেন না

৩০ বছরেরও বেশি সময় ধরে টলিউডের জন্য নিজেকে সমর্পণ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলার মানুষ ইন্ডাস্ট্রি বলতে তাকেই চেনেন। তাঁর অভিনয়ের ম্যাজিক আজও অব্যাহত। অথচ, এই মহানায়ককে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভক্তরা মনে করছেন, রাজনীতির সঙ্গে নিজেকে না জড়ানোর কারণেই তিনি পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন।

জিৎ: অবাঙালি হওয়ার অপরাধ?

জিৎ, যিনি বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, তিনিও পুরস্কার পাওয়ার দাবিদার। এই অবাঙালি অভিনেতা কখনও রাজনীতির ধারেকাছেও যাননি। তিনি শুধু নিজের অভিনয় নিয়ে ব্যস্ত। কিন্তু রাজনীতিতে না আসার কারণেই কি বাদ পড়ে গেলেন জিৎ? প্রশ্ন তুলছেন তাঁর ভক্তরা।

অনির্বাণ ভট্টাচার্য্য: থিয়েটার থেকে টলিউডের তারকা

অনির্বাণ ভট্টাচার্য্য থিয়েটার থেকে শুরু করে ওয়েব সিরিজ এবং সিনেমায় নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। কিন্তু পুরস্কার পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও, তাঁকেও সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে।

আবির চ্যাটার্জি: রাজনীতি থেকে দূরে, অভিনয়ে নিবেদিত

আবির চ্যাটার্জি রাজনীতি থেকে শত হস্ত দূরে থাকেন। তিনি শুধু মনপ্রাণ দিয়ে অভিনয় করে যাচ্ছেন। জনপ্রিয়তার বিচারে সোহম বা দেবের তুলনায় কোনও অংশে কম নন তিনি। তবুও তাঁকে কেন পুরস্কার দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

যীশু সেনগুপ্ত: বাংলাকে গর্বিত করেছেন বারবার

কেরিয়ারের শুরুতে সেভাবে পাত্তা না পেলেও, আজ যীশু সেনগুপ্তকে এক ডাকে গোটা ভারতবর্ষ চেনে। টলিউড, বলিউড এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি সফল। বাংলাকে বারবার নিজের কাজের মাধ্যমে গর্বিত করেছেন তিনি। তবুও তাঁর নাম পুরস্কার প্রাপকের তালিকায় থাকে না।

পরমব্রত চট্টোপাধ্যায়: অভিনেতা থেকে পরিচালক

পরমব্রত চট্টোপাধ্যায় শুধু একজন নামী অভিনেতাই নন, তিনি একজন দক্ষ পরিচালকও। বিগত ২ দশক ধরে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। অনেক ভালো সিনেমা উঠে এসেছে তাঁর হাত ধরে। তবুও পুরস্কার বিতরণী মঞ্চগুলোতে তিনি ব্রাত্যই থেকে যান।

ঋত্বিক চক্রবর্তী: প্রতিবারই জাত চেনান

ঋত্বিক চক্রবর্তী গুনাগুন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই অভিনেতা প্রতিবারই তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। প্রতিবার বড় পর্দায় এলেই নিজের জাত চিনিয়েছেন ঋত্বিক। তবে তাকেও সম্মান পাওয়ার যোগ্য মনে করেনি রাজ্য সরকার।

বঙ্গ সম্মাননা পুরস্কার নিয়ে বিতর্কের শেষ নেই। দর্শকরা মনে করেন, এই পুরস্কার শুধু রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়, শিল্পের মূল্যায়ন নয়। প্রসেনজিৎ, জিৎ, অনির্বাণ, আবির, যীশু, পরমব্রত এবং ঋত্বিকের মতো শিল্পীরা যদি পুরস্কার থেকে বাদ পড়েন, তাহলে এই পুরস্কারের মূল্য কতটুকু?