বলিউড (Bollywood) অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) পরিচালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) টেলিভিশনের অন্যতম অনুষ্ঠান। প্রচুর মানুষ নিয়মিত এই শো দেখেন। অনেকেই স্বপ্ন দেখেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার। অমিতাভা বচ্চনের সাক্ষাতের পাশাপাশি তার করা প্রশ্নের সঠিক জবাব দিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকেন অনেকেরই। কিন্তু জানেন কী এই খেলায় এখনও পযন্ত ৭ কোটি টাকা পেয়ে জিতেছিলেন কারা? চলুন জেনে নিই।
সনি টিভির গেম শো কৌন বনেগা ক্রোড়পতি ২০০০ সালে শুরু হয়েছিল। গত ২৩ বছরে এই শো বহু মানুষকে কোটিপতি করেছে। আজ KBC তার ১৫ তম সিজনে পৌঁছেছে। কেবিসি যখন শুরু হয়েছিল, তখন এর সর্বোচ্চ প্রাইজমানি ছিল ১ কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় সিজনে তা বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়। চতুর্থ সিজনে তা বাড়িয়ে করা হয় ৫ কোটি টাকা।
এরপর ২০১৩ সালে, ৭ তম সিজন থেকে প্রাইজমানি বাড়িয়ে ৭ কোটি টাকা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কৌন বনেগা ক্রোড়পতি এর অনেক প্রতিযোগী ১ কোটি, ২ কোটি, ৫ কোটি এবং ৭ কোটি টাকা জিতেছে। কেবিসির প্রথম সিজনে হর্ষবর্ধন নাভাথে ১ কোটি রুপি জিতেছেন। বিহারের সুশীল কুমার কেবিসির পঞ্চম সিজনে ৫ কোটি রুপি জিতেছেন। কেবিসির ষষ্ঠ সিজনে সনমিত কৌর সাহনি জিতেছেন ৫ কোটি রুপি।
আর কেবিসির অষ্টম সিজনে নরুলা ব্রাদার্স জিতেছে ৭ কোটি টাকা। আর এখনও পযন্ত কেবিসির ইতিহাসে এটিই সবচেয়ে বড় পুরস্কার। কারন এখনও পযন্ত ৭ কোটি টাকার ১৬ তম প্রশ্ন পযন্ত পৌঁছালেও সেই প্রশ্নের উত্তর দিতে এখনও কেও দিতে সক্ষম হয়নি। এমনকি এই সিজনে এখনও পর্যন্ত, ২ প্রতিযোগী ১৬ তম প্রশ্নে পৌঁছেছেন। কিন্তু এখন পর্যন্ত কেউই সিজন ৮-এর বিজয়ী নরুলা ব্রাদার্সের সঙ্গে তাল মেলাতে পারেনি।
কৌন বনেগা ক্রোড়পতি এর ৮ তম সিজনে প্রতিযোগীদের জোড়ায় ডাকা হয়েছিল। এই সময়ের মধ্যে দিল্লির বাসিন্দা অচিন নারুলা এবং সার্থক নারুলাও অংশ নেন। অচিন নারুলা ১০ বছর ধরে চেষ্টার পর কৌন বনেগা ক্রোড়পতিতে পৌঁছাতে পেরেছিলেন। তার আগে চার বার অডিশন দিয়েও তিনি এই অনুষ্ঠানের হট সিটে পৌঁছাতে পারেননি।
আরও পড়ুন : উত্তর দিলেই ৭ কোটি! KBC-এর কঠিন প্রশ্নগুলো বানায় কে, রইল তার আসল পরিচয়
যে প্রশ্নের উত্তর দিয়ে তারা ৭ কোটি টাকা জিতেছিলেন সেই প্রশ্নটি ছিল, সুরাটে প্রথম যে ব্রিটিশ বাণিজ্যবাহী জাহাজ ‘হেক্টর’ এসে পৌঁছায় তার নেতৃত্ব কে দিয়েছিলেন? ক. পল ক্যানিং, খ. উইলিয়াম হকিন্স, গ. থমাস রে, ঘ. জেমস ল্যাঙ্কেস্টার। এই প্রশ্নের সঠিক জবাবটি ছিল উইলিয়াম হকিন্স।
আরও পড়ুন : KBC-তে জিতেছিলেন ৫ কোটি টাকা, ভাগ্যের পরিহাসে সেদিনের কোটিপতি আজ ফকির