২০২৩ -এর টিআরপিতে সেরা কোন সিরিয়াল? কোন সিরিয়ালের টিআরপি সবথেকে কম?

২০২৩ এর সেরা সিরিয়াল কোনটি? কোন সিরিয়ালের টিআরপি সবথেকে বেশি?

গত শুক্রবার ২০২৩ সালের অন্তিম টিআরপি (TRP) তালিকা প্রকাশিত হয়েছে। বাংলা টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে যে সেরা দশ সিরিয়ালের তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে দীপা-জগদ্ধাত্রী সবাইকে টপকে সেরা হয়েছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। তবে যদি প্রথম সপ্তাহের সঙ্গে অন্তিম সপ্তাহের টিআরপি লিস্টের তুলনা করা হয় তাহলে দেখা যাবে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এই তালিকাতে রয়েছে আকাশ-পাতাল তফাৎ।

গত সপ্তাহে ৯.২ নম্বর পেয়ে প্রথম স্থানে ছিল নিম ফুলের মধু। তবে সারা বছর জুড়ে নিম ফুলের মধুর কিন্তু এমন অবস্থান ছিল না। বরং বছরের শুরুর মাসগুলোতে অনুরাগের ছোঁয়া ছিল দর্শকদের প্রথম পছন্দ। সেই সঙ্গে জগদ্ধাত্রীও ছিল। অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী মধ্যে মাসের পর মাস হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কিন্তু বছরের অন্তিম লগ্নে অনুরাগের ছোঁয়া ছিটকে গেল সেরা ৫ থেকে।

ANURAGER CHHOWA

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৮.৯ নম্বর পেয়ে এক নম্বরে ছিল অনুরাগের ছোঁয়া। ১১ মাস ধরে টপারের আসন দখল করে রেখেছিল এই সিরিয়াল। ওই সময় অন্যান্য যে সিরিয়ালগুলো সেরা দশে জায়গা করে নিত তার মধ্যে বেশিরভাগ সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে এখন। ব্যতিক্রম শুধু জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী এই বছরে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল। আজও তার অবস্থান অটুট রয়েছে।

জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি ডিসেম্বরের অন্তিম সপ্তাহেও দ্বিতীয় স্থান দখল করল। তবে তার নম্বর কিছুটা বেড়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে জগদ্ধাত্রীর নম্বর ছিল ৮.৫। আর অন্তিম সপ্তাহে এই সিরিয়ালটি পেল ৮.৯ নম্বর। জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া ছাড়া বাকি যে সিরিয়ালগুলো বছরের প্রথম ভাগে সেরা পাঁচে থাকত তাদের গল্প শেষ হয়ে গিয়েছে অনেক আগে।

GOURI ELO

গৌরী এলো, খেলনা বাড়ি, বাংলা মিডিয়াম, এই তিন সিরিয়াল বছরের প্রথম দিকে দর্শকরা অনেক পছন্দ করলেও মাঝামাঝি সময় থেকে টিআরপি কমতে থাকে। তারপর একে একে বন্ধ হয়েছে এই তিন সিরিয়ালের যাত্রা। বদলে এসেছে নতুন নতুন সিরিয়াল। যেমন ফুলকি, গীতা এলএলবি, কোন গোপনে মন ভেসেছে। নতুন সিরিয়ালগুলোর মধ্যে এই তিনটি সিরিয়াল আপাতত টিআরপির নিরিখে দুর্দান্ত ফল করছে।

আরও পড়ুন : Neem Phooler Madhu: রাতারাতি পাল্টে গেল মুখ! পর্ণা দেওর হয়ে ধারাবাহিকে পা রাখছেন এই অভিনেতা

Geeta LLB

আরও পড়ুন : Bengali Serial : নায়িকার ‘পাকামি’র কারণে নষ্ট হচ্ছে নায়কের জীবন! এই সিরিয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কয়েক বছর আগে পর্যন্ত এক একটি বাংলা সিরিয়াল তিন থেকে চার বছর অনায়াসে চলত। কিন্তু দিন যত এগোচ্ছে ততই যেন সিরিয়ালের মেয়াদ কমে আসছে। এক বছরের গণ্ডি পেরোতেই হিমশিম খায় বেশিরভাগ সিরিয়াল। সেই জায়গায় অনুরাগের ছোঁয়া, নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী সগর্বে পার করে ফেলল একটি গোটা বছর। যদিও জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধুর টিআরপি বাড়লেও দিন প্রতিদিন নিচের দিকে নামছে অনুরাগের ছোঁয়া।