টলিউড (Tollywood) -এর এক অন্যতম অভিনেত্রী ছিলেন রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। তোমায় আমায় মিলে (Tomay Amay Mile) ধারাবাহিকে অভিনয় করে তিনি রাতারাতি খ্যাতের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। আর এবার সেই ১৩ বছর দীর্ঘ অভিনয় কেরিয়ারে ইতি টেনে আপতত স্বামীর সঙ্গে মার্কিন মুলুকে সংসার পেতেছেন অভিনেত্রী। আর এবার সেই বিদেশের মাটিতে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে নেটিজেনদের প্রশ্নের মুখে পরলেন অভিনেত্রী।
ওগো বধু সুন্দরী সিরিয়ালের মাধ্যমে বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী রুশা। তারপর তোমায় আমায় মিলে’র নায়িকার কথা মনে আছে? পুলিশের ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। এছাড়াও শ্রীময়ী ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। সব শেষে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার হর গৌরীর পাইস হোটেল ধারাবাহিকে কিছুদিনের জন্য।
আর এরপরেই চলতি বছরের ১৯শে জানুয়ারি অনুরণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রুশা। বাবা-মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করেছেন তিনি। তারই সঙ্গে পরবর্তীতে প্রেম হয় এবং তারপর বিয়ে করেন দু’জনে। রুশার স্বামীর নাম অনুরণ রায়চৌধুরী। ওয়াশিংটনের সিয়াটেলেই তিনি থাকেন। সেখানেই চাকরি করেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই সেখানেই ঘরকন্য করছেন তিনি। বিদায় জানিয়েছেন সিনেমা-সিরিয়ালের কেরিয়ারকেও।
তবে অনুরণের সাথে সুন্দরী অভিনেত্রীর বিয়ের খবর কিন্তু ভালোভাবে নেননি অনুরাগীরা। অভিনেত্রীর স্বামীর চেহারা, উচ্চতা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে ভালবাসা কি সত্যি উচ্চতা বা কারোর চেহারা দেখে হয় না তার প্রমান রুশা এবং অনুরণ। নেটিজেনদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্তমানে বিদেশে চুটিয়ে সংসার করছেন দুজনে। নিজেদের মত সময় কাটাচ্ছেন দুজনে। আর সেই সব সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বিদেশের মাটিতে স্বামীর সঙ্গে একান্তে দাড়িয়ে ছবি পোস্ট করেছেন রুশা। আর অভিনেত্রী সেই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন “সুন্দর জীবন কাটাচ্ছি”। এই লেখা চোখে পরতেই কমেন্ট বক্সে নেটিজেনদের পাল্টা প্রশ্নে ভরে যায়। সেই ছবি ঘিরে ধেয়ে এসেছে একের পর এক প্রশ্নের বান।যদিও সেইসব প্রশ্নের উত্তর দেননি অভিনেত্রী।
আরও পড়ুন : যোগ্যতা থাকলেও হাতে নেই কাজ! কোথায় হারিয়ে গেলেন ‘ভানুমতির খেল’ সিরিয়ালের ভানুমতি
আরও পড়ুন : ডিভোর্সী নাকি সেপারেটেড? স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথম মুখ খুললেন রচনা ব্যানার্জী
এই লেখা চোখে পরতেই পাল্টা প্রশ্ন নেটিজেনদের। ১৩ বছরের অভিনয় জীবন মানুষ মাত্র এই কদিনে কীকরে ভুলে গেল? সত্যিই কী তিনি অভিনয় থেকে দূরে গিয়ে ভালো আছেন? আবার কেও প্রশ্ন করেছেন তিনি কি মিস করছেন না কলকাতাকে? আবার কেউ প্রশ্ন করেছেন, “নিজের পেশা ছেড়ে দেওয়ার পর এখন কি মনখারাপ লাগে না?” এক জন মন্তব্য করেছিলেন, “তিনি তা হলে আর কখনও অভিনয় করবেন না?” সব উত্তরই অধরা।