তাপস পাল-প্রসেনজিতের নায়িকা হয়েও কাজ নেই হাতে, টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক ইন্দ্রানী

Indarni Dutta : বাংলা বিনোদনের দুনিয়াতে একসময় বহু তারকার আগমন ঘটেছিল যাদের এখন আর ইন্ডাস্ট্রির ধারে কাছে দেখা যায় না। ৯০ এর দশকে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে দেবশ্রী, শতাব্দী, ইন্দ্রানী হালদারদের পাশাপাশি আরও এক সুন্দরী নায়িকা নজর কেড়েছিলেন। তিনি হলেন ইন্দ্রানী দত্ত (Indrani Dutta)। প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) থেকে শুরু করে তাপস পাল (Tapas Paul) -দের মত জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেন। কিন্তু এখন আর তাকে দেখা যায় না ক্যামেরার সামনে।

ইন্দ্রানী দত্ত একটা সময় চুটিয়ে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। জনতার আদালত, নিষ্পাপ আসামি, দেবী, পাপী, স্বপ্ন নিয়ে ইত্যাদি বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। তবে ৯০ এর দশকের পর তার হাতে কাজ কমে যেতে থাকে। ইন্ডাস্ট্রি থেকে একসময় হারিয়ে যেতে শুরু করেন তিনি। বহু বছর বাদে তিনি আবার ফিরেছিলেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সিনেমা বেলা শেষ এর হাত ধরে।

INDRANI DUTTA

হালফিলে তাকে বেলা শেষ এবং তারপর বেলা শুরুর সিনেমাতে দেখা গিয়েছিল। তাছাড়া জি বাংলাতে জীবন সাথী নামের একটি সিরিয়ালেও অভিনয় করেন তিনি। আসলে অভিনয়ের পাশাপাশি একটি নাচের স্কুল খুলেছেন ইন্দ্রানী। ৯০ দশকের পর অভিনয় ছেড়ে দিয়ে তিনি পুরোপুরি নাচের জগতেই ডুবে যান। তার একটি নিজস্ব নাচের স্কুল রয়েছে।

দেশ বিদেশের বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হলে ইন্দ্রানী এবং তার নাচের দল অংশ নেন। করো না সময় যখন নাচের অনুষ্ঠান বন্ধ ছিল তখন বাড়িতে বসেই ইন্দ্রানী বিভিন্ন ভিডিও এবং ভার্চুয়াল শোয়ের আয়োজন করেছিলেন। তবে টলিউডের বিরুদ্ধে তার অনেক অভিযোগ রয়েছে। একসময় ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেত্রী হওয়া সত্বেও কাজের অভাবে তিনি হারিয়ে গেলেন অসময়ে।

INDRANI DUTTA

অভিনয় নিয়ে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন তিনি অভিনয়টাকে মিস করেন আজও। আসলে ওই সময় তার সমসাময়িক নায়িকাদের থেকে তার বিয়েটা অনেক আগে হয়ে গিয়েছিল। আর বিয়ের পর থেকেই তার হাতে কাজের প্রস্তাব কম আসতে শুরু করে। কম বয়সে বিয়ে করায় কার্যত তিনি তার কেরিয়ারের পায়ে কুড়ুল মেরেছিলেন। কারণ টলিউডে বিবাহিত অভিনেত্রীদের গ্রহণযোগ্যতা তখন কমে যেত।

আরও পড়ুন : মিলছে না বেতন, রাতারাতি বন্ধের মুখে সব সিরিয়ালের শুটিং, মাথায় হাত শিল্পীদের

INDRANI DUTTA

আরও পড়ুন : ‘‘গুলি করলে করুন, মাথা নোয়াবো না!” আন্ডারওয়ার্ল্ডের চোখে চোখ রেখে জবাব দেন শাহরুখ

বিয়ের পর তিনি এতদিন কেন অভিনয় করেননি সেই প্রসঙ্গে অভিনেত্রী সরাসরি বলেছেন তাকে কেউই ডাকেননি কাজের প্রস্তাব দিয়ে। আর তাছাড়া তিনি কখনও নিজের কাজের কথা কাউকে বলতেও পারেননি। তার কথায়, “আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে তো সকলে আমাকে চেনে। তাহলে আলাদা করে কার চাইতে যাব কেন? আমাকে কাজে দাও বলার মধ্যে কিছু খারাপ নেই কিন্তু আমার অস্বস্তি হয়। তাছাড়া কোথাও একটা অভিমান তৈরি হয়েছিল।”