মিলছে না বেতন, রাতারাতি বন্ধের মুখে সব সিরিয়ালের শুটিং, মাথায় হাত শিল্পীদের

আন্দোলনে সোচ্চার টলিউড, রাতারাতি বন্ধের মুখে সব সিরিয়ালের শুটিং, বড় ঘোষণা ফেডারেশনের

টলিউড (Tollywood) -র অন্দরমহলে ভেন্ডারস গিল্ডসে (Vendors Guild) -র সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশন (Technician Federation) -র ঝুট-ঝামেলার খবর মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। আবার কথাবার্তার মাধ্যমে এবং নিজেদের মধ্যে আলোচনা করে অভাব অভিযোগ মিটিয়েও নেন তারা। কিন্তু এবার ফের টলিউডের অন্দরমহলে বৃহত্তর আন্দোলনের ডাক শোনা যাচ্ছে। এমনকি সাপ্লায়ারদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কাজেই বন্ধ হতে বসেছে শুটিং।

সিনে ভিডিও এন্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওরফে ভেন্ডার্স গিল্ডের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে বেশ কিছু প্রযোজক এবং ফেডারেশন তাদের সঙ্গে অসহযোগিতা করছেন। এরকম অসহযোগিতা চলতে থাকলে তারা কর্ম বিরতির পথে হাঁটবেন বলে সরাসরি হুমকিও দিয়েছেন। যার ফলে বাংলা সিরিয়াল এবং সিনেমার শত শত প্রজেক্টের ভবিষ্যৎ এখন অন্ধকারে।

ANURAGER CHHOWA

প্রধানত ভেন্ডার্স গিল্ড টলিউডের শুটিংয়ের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে। প্রপস থেকে শুরু করে লাইটসহ আরও অনেক কিছুই তারা সরবরাহ করে থাকেন। কাজের তারা যদি কাজ বন্ধ করে দেন তার মানে ইন্ডাস্ট্রিতে তালা ঝুলে যাবে। তাদের উপরেই নির্ভর করছে শুটিংয়ের সবকিছু। ফোনের মাধ্যমে মেসেজ করে সবকিছু জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন সূত্রের খবর, সংগঠনের সদস্যদের কাছে ফোনের মাধ্যমে মেসেজ পাঠানো হয়েছে এই বলে, “ফেডারেশন ও প্রডিউসাররা আমাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অসহযোগিতা করে যাচ্ছে‌ ফেডারেশনের কিছু সদস্য আমাদের বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।” এরপর লেখা হয়েছে, “এরকম যদি চলতে থাকে তাহলে আমরা বন্ধের রাস্তায় যাব।”

JAGADDHATRI

আনন্দবাজারের কাছে ভেন্ডার্স গিল্ডের সভাপতি জানিয়েছেন, “সাপ্লায়ারদের নিষিদ্ধ ঘোষণা করা অনৈতিক। ফেডারেশন যখন আমাদের সদস্যদের সঙ্গে কাজ করবেনা বলছে তখন আমরাও বলছি ফেডারেশন থাকলে আমরা কাজ করবো না।” সংগঠনের তরফ থেকে ফেডারেশনের সঙ্গে কথা বলার চেষ্টা হয়। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি বলে জানিয়েছেন সভাপতি।

আরও পড়ুন : ‘‘গুলি করলে করুন, মাথা নোয়াবো না!” আন্ডারওয়ার্ল্ডের চোখে চোখ রেখে জবাব দেন শাহরুখ

Love Biye Aaj Kal

আরও পড়ুন : বলিউডকে নিচু করে ‘জওয়ানে’র প্রশংসায় পঞ্চমুখ! ‘বাহুবলী’ পরিচালককে জবাবে ধুয়ে দিলেন শাহরুখ

অন্যদিকে ফেডারেশন এই নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস আনন্দবাজারকে জানিয়েছেন, “সম্পূর্ণ ঘটনা এখনো জানি না। এখনো পর্যন্ত এই বিষয়ে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।” তবে সমস্যা না মিটলে বন্ধ হয়ে যেতে পারে সব সিরিয়াল এবং সিনেমার শুটিং। তাই দর্শকদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে।