পার্শ্বচরিত্রেও মুগ্ধ করতেন দর্শকদের, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’র প্রকাশ?

জি বাংলার সবথেকে চর্চিত এবং বিখ্যাত ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘সুবর্ণলতা’ (Subarnalata)। এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীরা নিজেদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছিলেন সকলে। সুবর্ণতায় ছোট ছেলের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ মজুমদার (Biswajit Ghosh Majumder)। বহুদিন পর ফের বড় পর্দায় ফিরতে চলেছেন বিশ্বজিৎ।

আশাপূর্ণা দেবীর ‘সুবর্ণলতা’ বই অবলম্বনে তৈরি করা হয়েছিল ধারাবাহিকটি। ধারাবাহিকে বিশ্বনাথ বসু, অনন্যা চ্যাটার্জি, সাবিত্রী চট্টোপাধ্যায় সহ প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজের নিজের চরিত্রে ছিলেন অসামান্য। এই সিরিয়ালে অনন্যার ছোট দেওরের ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ। কিন্তু সুবর্ণতায় অভিনয় করার পর কেন আর কোন ধারাবাহিকে দেখা গেল না এই অভিনেতাকে?

SUBARNALATA

বিশ্বজিৎ মূলত থিয়েটারের অভিনেতা। তবে থিয়েটারের অভিনেতা হলেও আজও বিশ্বজিৎকে সকলের মনে রেখেছেন প্রকাশের চরিত্রে। ভালো চরিত্রের জন্য তিনি অনন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি, তাই সুবর্ণলতার পর তেমনভাবে আর ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি বিশ্বজিৎকে।

বিশ্বজিতের মতে, অভিনয় পেশাতে যদি ধৈর্য না রাখা যায় তাহলে কোন লাভ হয় না। তাই ভালো চরিত্র পাওয়ার জন্য যদি কয়েক বছর অপেক্ষা করতে হয় তার জন্যও রাজি তিনি। তবে এবার বড়পর্দায় অভিনয় করতে চলেছেন বিশ্বজিৎ। থিয়েটারে অভিনেতার অভিনয় দেখেই তাকে নির্বাচন করেছেন পরিচালক অভিজিৎ সেন।

Biswajit Ghosh Majumder

হ্যাঁ ঠিকই বুঝেছেন, বিশ্বজিৎকে আমরা দেখতে পাব ‘প্রধান’ সিনেমায় অভিনয় করতে। আগামী ২২ ডিসেম্বর সারা দেশ জুড়ে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। সিনেমায় দেব ছাড়াও অভিনয় করবেন সৌমিতৃষা কুন্ডু, সাবিত্রী চ্যাটার্জী, মমতা শংকর, সোহম এবং পরান বন্দ্যোপাধ্যায়। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বিশ্বজিৎ।

আরও পড়ুন : টলিউডের সব থেকে ধনী অভিনেতা কে? কার সম্পত্তির পরিমাণ কত?

PRADHAN

আরও পড়ুন : “তারকা তারাই যারা…!” অহংকারী মিঠাইকে নিয়ে মুখ খুললেন অনস্ক্রিন ‘পিপি’ অর্পিতা

‘প্রধান’ প্রসঙ্গে বিশ্বজিৎ জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য কোন রকম অডিশন বা স্ক্রিন টেস্ট দিতে হয়নি তাকে। এমনকি এক লাইন স্ক্রিপ্টও বলতে হয়নি। এই সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য বিশ্বজিৎ কৃতজ্ঞতা জানিয়েছেন দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনকে।