রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়েছিলেন! কোথায় হারিয়ে গেলেন ‘সির্ফ তুম’ নায়িকা?

সির্ফ তুম সিনেমার নায়িকা প্রিয়া গিলকে মনে আছে? একটি সিনেমা থেকেই রাতারাতি ন্যাশনাল ক্রাশের খেতাব পেয়েছিলেন তিনি। কোথায় হারিয়ে গেলেন সেই অভিনেত্রী? কেন এখন আর তাকে অভিনয় করতে দেখা যায় না? বলিউডের এই সুন্দরী ইন্ডাস্ট্রিতে পা রাখার পরপরই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু রাতারাতিই তিনি যেন কোথায় হারিয়ে যান। আজ আপনাদের জানাবো প্রিয়া গিলের সম্পর্কে কিছু অজানা কথা।

মডেলিং থেকেই শুরু হয়েছিল প্রিয়ার কেরিয়ার। ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থেকে বলিউডে পা রাখতে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। ১৯৯৬ সালে আরশাদ ওয়ারশির সঙ্গে ‘তেরে মেরে স্বপ্নে’ সিনেমা দিয়ে শুরু হয় তার বলিউড জার্নি। তবে এই সিনেমাটি তেমন সাড়া পায়নি। এরপর শাহরুখ খান, সুনীল শেঠির মত তারকাদের সঙ্গেও কাজ করেন প্রিয়া। কিন্তু তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পান ‘সির্ফ তুম’ সিনেমার আরতি চরিত্রের জন্য।

 Priya Gill

এই সিনেমাতে সঞ্জয় কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়া। সুস্মিতা সেন এই সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। সুস্মিতার থেকেও দর্শকদের মনের প্রিয়া দাগ কেটেছিলেন। রাতারাতি ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছিলেন তিনি। এরপর শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। বলিউডে পরপর দুটি হিট সিনেমা দিয়েও তিনি হঠাৎ হারিয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে।

আরও পড়ুন : বিয়েতে বিশ্বাস নেই, কুমারী মা হতে চান! সিরিয়ালের জনপ্রিয় নায়িকার কথা শুনে শোরগোল নেটপাড়ায়

 Priya Gill

আরও পড়ুন : বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া করে অন্তঃসত্ত্বা! এই অভিনেত্রীর জীবনের কাছে বলিউড সিনেমাও ফেল

প্রিয়া মালায়ালাম সিনেমা ‘মেঘাম’ এও অভিনয় করেছিলেন। পাশাপাশি বেশ কিছু ভোজপুরি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন। বলিউডে ১০ বছর পর্যন্ত স্ট্রাগল করেছিলেন তিনি। কিন্তু তারপর তিনি হারিয়ে গেলেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি এখন আর সেভাবে একটিভ নন। অনেকে বলেন প্রিয়া এখন বিদেশে রয়েছেন। কিন্তু তার সম্পর্কে সঠিক কোনও তথ্য পাওয়া যায় না।