বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া করে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বলিউডের এই অভিনেত্রীর সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। হাতে গোনা কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার দিদিও বলিউডের একজন নামী অভিনেত্রী। যার জীবনকে কেন্দ্র করেও রয়েছে একাধিক বিতর্ক। তিনি আর কেউ নন মালাইকা আরোরা। আর তার বোন অমৃতা আরোরাকে নিয়েই আজকের এই প্রতিবেদন।
মালাইকার বোন অমৃতা অরোরা সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ সুপরিচিত। মাঝেমধ্যেই তাকে বলিউড তারকাদের সঙ্গে নাইট পার্টিতে অংশ নিতে দেখা যায়। দিদির সঙ্গেও সোশ্যাল মিডিয়াতে জীবনের নানা মুহূর্তের ছবি দেন তিনি। মালাইকা অরোরার ছোট বোনও দিদির থেকে কম সুন্দরী নন। তাকে বলিউডের কিছু সিনেমা এবং রিয়েলিটি শোতে দেখা গিয়েছে এর আগে। তবে তার কর্মজীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই সবথেকে বেশি চর্চা হয়। কারণ তার জীবনে রয়েছে অনেক রহস্য।
২০০২ সালে ‘কিতনে দুর কিতনে পাস’ সিনেমার হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অমৃতা। তবে ছবি দুনিয়াতে সেভাবে তিনি সুনাম অর্জন করতে পারেননি। অমৃতাকে নিয়ে চর্চা শুরু হয় ২০০৪ সালে। তখন পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার ওসমানের প্রেমে পড়েন তিনি। যখন ওসমান ভারতে আসেন তখন তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যেত বিভিন্ন জায়গাতে। তবে সেই প্রেম খুব বেশিদিন এগোয়নি।
আরও পড়ুন : শুটিং সেটে সপাটে চড়! করিনা কাপুরকে এক থাপ্পড় মেরেছিলেন এই অভিনেতার স্ত্রী
আরও পড়ুন : রাত বারোটায় হোটেলে ডেকে পাঠান! পরিচালককে উপযুক্ত শায়েস্তা করেন উপাসনা সিংহ
এরপর অমৃতা ২০০৬ সালে আবার চর্চায় আসেন। সেই সময় তিনি তার বান্ধবী নিশার স্বামী শাকিলের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই শোনা যাচ্ছিল। অমৃতার কারণে বান্ধবীর সংসার ভেঙেছিল। ২০০৮ সালে নিশাকে ডিভোর্স দিয়ে ওসমান অমৃতাকে বিয়ে করেন। তবে শোনা যায় বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হয়েছিলেন অমৃতা।