১৯৯৮ সালে দূরদর্শনে (Doordarshan) যখন শক্তিমানের (Shaktimaan) সম্প্রচার হত তখন ছোট-বড় নির্বিশেষে সকলেই এই শো দেখার জন্য টিভির সামনে এসে বসতেন। এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেন মুকেশ খান্না। আর গীতা বিশ্বাস নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বৈষ্ণবী মহন্ত (Vaishnavi Mahant)। এই শো থেকে তিনি হয়ে উঠেছিলেন টেলিভিশনের ক্রাশ।
২৫ বছর আগে হিন্দি টেলিভিশনের সেই অভিনেত্রীকে এখন কেমন দেখতে হয়েছে জানেন? তিনি এখন কী করছেন? আজ এই প্রতিবেদনে রইল বৈষ্ণবী মহন্তর জীবনের বর্তমান আপডেট। এখন তাকে হিন্দি টেলিভিশনে ‘পরিণীতি’ নামের একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। পারমিন্দর রাজবীর বাজওয়া চরিত্রে এই সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
বৈষ্ণবী অবশ্য ছোট থেকে অভিনেত্রী হতে চাননি। তিনি গবেষণা করতে চেয়েছিলেন বড় হয়ে। তবে খুব ছোটতে যখন তার বয়স মাত্র ১৪ বছর তখন তার পরিবার হায়দ্রাবাদ থেকে মুম্বাইতে আসে। এই সময় তিনি রামসে ব্রাদার্সের হরর ফিল্ম ‘ভিরানা’তে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তারপর থেকেই তিনি অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন।
‘বরসাত কি রাত’, ‘লাদলা’, ‘ময়দান-ই-জঙ্গ’, ‘বাম্বাই কা বাবু’ এবং ‘দানবীর’-এর মত একাধিক ছবিতে তিনি অভিনয় করেন। কিন্তু ছবিতে অভিনয় করে তিনি ততটা জনপ্রিয়তা পাননি যতটা শক্তিমান সিরিজ তাকে রাতারাতি এনে দিয়েছে। এরপর ২০০০ সালে তিনি সাহারা টিভিতে কমেডি সিরিয়াল ‘রাজু রাজা রাজসাব’-এ এসিপি রত্না নামেরং একটি সাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।
বৈষ্ণবী এরপর বেশ কিছু তেলেগু ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। তারপর আবার হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন এবং বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন। বৈষ্ণবী তার অভিনয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন ছবি এবং সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে।
তেলেগু ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে সফলতা না পেয়ে অভিনেত্রী আবার হিন্দি সিরিয়ালে নতুন করে তার কেরিয়ার গঠন করেন। ছোট হ্যায় আসমান-এ সমীরার মা স্বপ্না এবং সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন সিরিয়াল ভাস্কর ভারতীতে ভাস্করের মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। দূরদর্শনে কর্মায়ুধ-এ ইন্সপেক্টর শিবাঙ্গী চৌহানের ভূমিকায় অভিনয় করে তিনি সাড়া ফেলে দেন।