‘কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে, বাকি শুধু মৃত্যু’! নোবেলের বিস্ফোরক পোস্টে শোরগোল নেটপাড়ায়

জি বাংলার (Zee Bangla) সারেগামাপা (Sa Re Ga Ma Pa) অনেক নতুন সংগীত প্রতিভাকে প্রচারের আলোয় এনে ফেলেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সুদূর বাংলাদেশ থেকেও গায়কদের এই মঞ্চে পারফর্ম করার প্ল্যাটফর্ম গড়ার সুযোগ দিয়েছে জি বাংলা। সারেগামাপার নিয়মিত দর্শকরা বাংলাদেশের নোবেলের সঙ্গে নিশ্চয়ই পরিচিত আছেন? সোশ্যাল মিডিয়াতে আবারও চর্চার বিষয়বস্তু হলেন মইনুল আহসান নোবেল (Moinul Ahsan Noble)

এর আগে বহুবার ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তিনি কখনও তার নিজের দেশের খ্যাতনামা শিল্পীদের অপমান করেছেন, কখনও আবার স্ত্রী সঙ্গে তার সম্পর্কের অবনতি কিংবা অন্য নারীসঙ্গর কারণেও সমালোচিত হয়েছেন। কথায় কথায় এপার বাংলার প্রতি বহুবার অপমানসূচক মন্তব্য করেছেন তিনি। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কুকথা বলতে ছাড়েননি।

NOBLE

নোবেলের আচরণে কার্যত তিতিবিরক্ত তার দুই বাংলার ভক্তরাই। তবে এবার তিনি সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করলেন তাতে তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, “জীবনের সব অপ্রত্যাশিত বিষয়ই ঘটে গিয়েছে। মাদক এবং মদ। আমার মাথায় ৭০ টা সেলাই পড়েছে, আমার প্রাক্তন স্ত্রী সেটা নিয়ে খুব খুশি।”

তিনি এরপর আরও লিখেছেন, “কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। শুধু যেটা বাকি আছে সেটা হল মৃত্যু। তোমাকে স্বাগত জানাই প্রিয়, তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত।” নোবেলের এই পোস্ট দেখে অবশ্য সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে গেলেও নেটিজেনদের একাংশ তাকেই তার এই অবস্থার জন্য দায়ী করছেন। কেরিয়ার নষ্ট হওয়ার জন্য তাকেই দায়ী করছেন তারা।

NOBLE

সারেগামাপার মঞ্চে নিজের গানের প্রতিভার বিকাশ ঘটানোর পর নাম, খ্যাতি, যশ, গান নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ সবটাই পেয়েছিলেন এই বাংলাদেশি গায়ক। কিন্তু তার ঔদ্ধত্য, ও উচ্ছৃংখল জীবনযাপন তার জীবন থেকে শান্তি এবং সুখ কেড়ে নিয়েছে বলে দাবি করছেন ভক্তরা। অনেকেই তাকে আবার নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিয়েছেন।

NOBLE

নোবেলের এই পোস্ট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপরই তিনি পোস্টটি মুছে ফেলেন। উল্লেখ্য এত কিছু হয়ে যাওয়ার পরেও অবশ্য নোবেলের মধ্যে তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তার ভক্তরা মনে করেন তিনি কোনও এক মানসিক সমস্যায় ভুগছেন। অনেকেই তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন।