রূপে লক্ষ্মী গুণেও সরস্বতী, কোথায় হারিয়ে গেলেন ‘কড়ি কোমল’ টুম্পা

বাংলা সিরিয়াল (Bengali Serial) বাঙালি দর্শকদের মনের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। ইদানিং প্রথম সারির বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে একের পর এক ভিন্ন স্বাদের ধারাবাহিক আসছে ঠিকই, তবে কোথাও যেন তা দর্শকদের প্রত্যাশাপূরণ করতে পারে না। দর্শকদের মনের মধ্যে আজও অনেকটা জায়গা জুড়ে রয়েছে পুরনো ধারাবাহিক এবং সেই ধারাবাহিকের চরিত্ররা। তেমনই এক ধারাবাহিক ছিল রাগে অনুরাগে (Rage Anurage)।

জি বাংলায় (Zee Bangla) প্রায় আট বছর আগে এই সিরিয়ালের সম্প্রচার হত। কড়ি এবং কোমল, দুই যমজ বোন ধারাবাহিকের দুই নায়িকা। দুজনের স্বভাব একেবারেই বিপরীত। কড়ির কূটবুদ্ধি, ষড়যন্ত্রের কাছে সব সময় মাথায় নত করে থাকত কোমল। এই দুই যমজ বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। এক সিরিয়ালে দ্বৈত চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন।

Tumpa Ghosh

‘রাগে অনুরাগে’ সিরিয়ালটি ৮ বছর পরেও দর্শকরা ভুলে যাননি, তেমনই তারা ভুলতে পারেননি যমজ দুই বোন কড়ি এবং কোমলকেও। প্রথম সুযোগেই বাংলার প্রথম সারির চ্যানেলে মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান টুম্পা। ‘রাগে অনুরাগে’ ছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অগ্নি জল’ এর মত সুপারহিট একাধিক। তবুও কেন আজ তাকে আর প্রথম সারির কোনও চ্যানেলে দেখা যায় না? এই প্রশ্ন বারবার উঠেছে দর্শকদের মধ্যে থেকে।

সুন্দরী টুম্পা শুধু বাংলা সিরিয়ালের নায়িকা ছিলেন না, তিনি জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে একবার দুর্গার বেশে ধরা দিয়েছিলেন। এরপর কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠানেও দেবী চন্দ্রঘন্টার রূপে তাকে দেখা গিয়েছিল। তবে আশ্চর্যজনকভাবেই এরপর জি বাংলা কিংবা স্টার জলসাতে আর দেখা যায়নি টুম্পাকে।

Tumpa Ghosh

সত্যিই কি টুম্পা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন? আসলে তুমুল জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও পরবর্তী দিনে বেশ কিছু তারকাকে এভাবেই হারিয়ে ফেলেছে ইন্ডাস্ট্রি। তারা আর কখনও অভিনয়ে ফেরেননি। ব্যক্তিগত কিংবা অন্য কোনও কারণে আর অভিনয়ের দুনিয়াতে ফিরে আসেননি তারা। তবে টুম্পার ক্ষেত্রে কিন্তু বিষয়টা ঠিক সেরকম নয়।

Tumpa Ghosh

 

ইদানিং তাকে কোনও প্রথম সারির চ্যানেলে দেখা যাচ্ছে না ঠিকই তাই বলে এই নয় তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। আজও বাংলা সিরিয়ালের জগতেই তার বাস। ‘রাগে অনুরাগে’র পর কালার্স বাংলাতে ‘নিশির ডাক’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন টুম্পা। ওই একই চ্যানেলের ‘ত্রিশূল’ সিরিয়ালেও অভিনয় করেন তিনি। তবে তার ভক্তরা তাকে আবারও প্রথম সারির চ্যানেলেরই কোনও সিরিয়ালে দেখতে চান।