কেউ দালাল তো কেউ বাস কন্ডাক্টার, জিরো থেকে শুরু করে আজ হিরো হয়েছেন এই তারকারা

বলিউড তারকাদের সাফল্য নির্ভর করে তারা কে কটা হিট ছবি দিতে পেরেছেন তার উপরে। তবে সাফল্যের পথে এগোনোর আগের খবর কেউ রাখেন না। আজ যারা বলিউডের হিরো হয়ে মাথায় চড়ে বসেছেন তারা কিন্তু একসময় শূন্য থেকেই শুরু করেছিলেন। কেরিয়ার শুরুর প্রথম দিকে তাদেরকে আলাদা আলাদা পেশাও নিতে হয়েছিল। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের পছন্দের তারকাদের পূর্ব পেশার কথা (Bollywood Stars Privious Jobs)।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : বলিউডে প্রবেশ করার আগে অমিতাভ বচ্চন বেশ কিছুদিন কলকাতার একটি শিপিং সংস্থার কর্মচারী ছিলেন। জানেন কি এক সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়েছিলেন? কিন্তু তখন তার গলার স্বরের কারণে তাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়। অমিতাভ বচ্চনের গলার সেই গাম্ভীর্যই এখন তাকে আলাদা করে চিনিয়ে দেয়। শিপিং সংস্থার হয়ে কাজ করার সময় পণ্যের দালালি করতেন অমিতাভ।

রজনীকান্ত (Rajinikanth) : গত ৫০ বছর ধরে রজনীকান্ত দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর সুপারস্টার। ভক্তদের কাছে তিনি ভগবানের সমান। তবে অভিনয় জীবন শুরু করার আগে তিনি ব্যাঙ্গালোরে বাস চালকের কাজ করতেন। বাসের কন্ডাক্টরি করে তিনি যে উপার্জন করতেন তাতেই কোনওরকমে তাদের সংসার চলত। পরে অভিনয় জগৎ তার ভাগ্য বদলে দেয়।

আর মাধবন (R Madhavan) : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন আর মাধবন। তিনি প্রথম টেলিভিশনের পর্দায় ‘সি হকস’ নামের একটি শো-তে আত্মপ্রকাশ করেছিলেন। পুরোদস্তুর অভিনয় শুরু করার আগে তিনি ছিলেন একজন পাবলিক স্পিকার এবং পার্সোনালিটি ডেভলপমেন্ট ট্রেইনার।

শাহিদ কাপুর (Shahid Kapoor) : শাহিদ কাপুর একসময় বলিউডের বিভিন্ন ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন। ‘ইশক ভিশক’ ছবিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। পরে ‘তাল’, ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতেও তিনি ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার।

রণবীর সিং (Ranveer Singh) : ইদানিং বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় এগিয়ে রয়েছেন রণবীর সিং। তবে তার কেরিয়ারের শুরুটা হয়েছিল অন্যভাবে। অভিনয় প্রবেশ করার আগে তিনি একটি বিজ্ঞাপনের সংস্থার কপি লেখক হয়ে কাজ করেছিলেন। আজ তিনি একজন নামি অভিনেতা হওয়ার পাশাপাশি বলিউডের অন্যতম ফ্যাশন আইকন।

অক্ষয় কুমার (Akshay Kumar) : অক্ষয় কুমার সরাসরি বলিউডে প্রবেশের আগে বিভিন্ন পেশাতে কাজ করতেন। সংসার চালানোর জন্য একসময় দিল্লি শহরের বুকে সেলসম্যান হয়ে কাজ করেছিলেন তিনি। তারপর ব্যাংককে রাঁধুনি হয়ে খাবার বানানো ও পরিবেশনের কাজ করতেন। সেই সঙ্গে ভ্রমণ কর্মী এবং মার্শাল আর্টের শিক্ষক হিসেবেও তিনি কাজ করেছেন।

জন আব্রাহাম (Jhon Abraham) : জন আব্রাহাম বলিউডের নায়ক হয়ে ওঠার আগে হয়ে উঠেছিলেন জনপ্রিয় মডেল এবং মিডিয়া প্ল্যানার। ‘জিসম’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।