সুপারস্টার বাবার ‘ফ্লপস্টার’ ছেলে! কোথায় হারিয়ে গেলেন ‘ম্যায় হুঁ না’র লাকি?

তারকা সন্তান হলে হয়তো সহজে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা যায় কিন্তু সেই জায়গা ধরে রাখাটা পুরোপুরি নির্ভর করে প্রতিভার ওপর। দিনের শেষে জনতার পছন্দই শেষ কথা বলে। আজ বলিউডের (Bollywood) তেমনি একজন তারকা সন্তানের কথা বলব যিনি বলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আজ হারিয়ে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। আজ আমরা কথা বলবো ম্যায় হুঁ না (Main Hoon Na) সিনেমায় শাহরুখ খানের অন স্ক্রিন ভাই জায়েদ খান (Zayed Khan) সম্পর্কে।

বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা সঞ্জয় খানের ছেলে জায়েদ খান জন্ম নেন ১৯৮০ সালের ৫ জুলাই। জায়েদের পুরো নাম জায়েদ আব্বাস খান। জায়েদের পিতা সঞ্জয় খান ওরফে শাহ আব্বাস খান হলেন অভিনেতা ফিরোজ খানের ভাই। সঞ্জয় খান ১৯৬৬ সালে জারিন খানকে বিয়ে করে চার সন্তানের পিতা মাতা হন। চার সন্তানের মধ্যে একজন হলেন জায়েদ খান।

Zayed Khan

জায়েদের বোন সুজান খান বলিউড অভিনেতা ঋত্বিক রোশনকে বিয়ে করেছিলেন যার ফলে ঋত্বিকের শ্যালক হলেন তিনি। যদিও সুজান এবং ঋত্বিক এখন একসঙ্গে থাকেন না কিন্তু ঋত্বিকের সঙ্গে জায়েদের সম্পর্ক এখনো ভালো। পরিবারের অন্যান্য সদস্যদের মতো জায়েদও অভিনয় নিয়ে এগোতে চেয়েছিলেন।লন্ডন ফিল্ম অ্যাকাডেমিতে ফিল্ম মেকিং নিয়ে স্নাতক হওয়ার পর ২০০৩ সালে তিনি ‘চুরা লিয়া হে তুমনে’ সিনেমার হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন।

‘চুরা লিয়া হে তুমনে’ সিনেমায় ইশা দেওলের সঙ্গে অভিনয় করেছিলেন জায়েদ। একটি সিনেমায় দুজন তারকা সন্তান থাকা সত্ত্বেও সিনেমাটি ভীষণভাবে ফ্লপ হয়ে যায়। প্রথম সিনেমা মুক্তির ঠিক পরের বছর ২০০৪ সালে ‘ম্যায় হু না’ সিনেমায় শাহরুখ খানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সুস্মিতা সেন। জায়েদের বিপরীতে অভিনয় করেছিলেন অমৃতা রাও। একাধিক স্টার কাস্ট থাকার কারণে এই সিনেমাটি বক্স অফিসে দুর্দান্তভাবে সফল হয়।

Zayed Khan

আরও পড়ুন : অন্তরঙ্গ হতে আপত্তি! স্ত্রী ঐশ্বর্যকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিষেক বচ্চন

‘ম্যায় হু না’ সিনেমার অসাধারণ সাফল্যের পর একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে অভিনেতার কাছে। ‘শাদি নাম্বার ওয়ান’, ‘ফাইট ক্লাব’, ‘দস, ‘মিশন ইস্তাম্বুল’, ‘যুবরাজ ‘ সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। দুর্ভাগ্যবশত একটি সিনেমাতেও তিনি সেইভাবে অভিনয় করতে পারেননি। ২০১৫ সালের ‘শারাফাত গ্যয়ে তেল লেনে’, সিনেমায় অভিনয় করে অভিনয় জগৎ থেকে বিরতি নেন তিনি।

আরও পড়ুন : ‘কভি খুশি কাভি গম’-এর ছোট্ট ‘পু’ এখন সৌন্দর্যে করিনা কাপুরকেও হার মানাবে, দেখুন ছবি

Zayed Khan

আরও পড়ুন : গোটা বলিউডকে নাচিয়েছেন নিজের তালে, সেই সরোজ খানের জীবন সিনেমার চেয়ে কম নয়

২০১৭ সালে হাসিল নামক একটি টিভি শোতে রণবীর রাইচাঁদের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়েদ কিন্তু এরপর আর অন্য কোথাও তাকে দেখা যায়নি। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি অপেক্ষা করে রয়েছেন যদি কোন পরিচালক তাকে সুযোগ দেন তাহলে হয়তো তিনি আরো একবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। প্রসঙ্গত, ৪২ বছর বয়সী এই অভিনেতা ২০০৫ সালে তার ছোটবেলার বন্ধু মালাইকা পারেখকে বিয়ে করে জিদান এবং আরিজ এই দুই সন্তানের গর্বিত পিতা মাতা জায়েদ এবং মালাইকা।

আরও পড়ুন : ৩০ বছরে বদলে গেছে চেহারা! মীনাক্ষী শেষাদ্রিকে এখন দেখে চিনতে পারবেন না আপনি