বাংলা সিরিয়ালের অভিনেত্রী তিলোত্তমা দত্তকে মনে আছে? স্টার জলসার বেশ পুরনো সিরিয়ালের নায়িকা ছিলেন তিনি। বলতে গেলে তিনি প্রথম টেলিভিশনের পর্দায় পা রাখার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। তোমার জন্য, কনকাঞ্জলি মূলত এই দুটি সিরিয়ালের জন্যই বিখ্যাত হয়েছিলেন তিলোত্তমা। কিন্তু এই দুটি সিরিয়ালের পর হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেলেন তিনি। এখন তিনি কোথায় ও কী করছেন জানেন?
স্টার জলসার যখন পথ চলা শুরু হয় তখন একাধিক নতুন নতুন গল্পের উপর নতুন নতুন সিরিয়াল আসতো এই চ্যানেলে। বেশিরভাগটাই হত লাভ স্টোরি, যেগুলো ৮ থেকে ৮০ সকলের মন ছুঁয়ে যেত। তোমার জন্য সিরিয়ালটাও ঠিক এরকমই একটা মিষ্টি প্রেমের গল্পের সিরিয়াল ছিল। আদি, আকাশ এবং পাখির ত্রিকোণ প্রেমের গল্প খুব মন দিয়ে দেখতেন দর্শকরা। এখানে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিলোত্তমা এবং আকাশের চরিত্রে অভিনয় করেছিলেন রণজয় বিষ্ণু, যাকে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে দেখা যাচ্ছে।
এরপর তিলোত্তমাকে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কনকাঞ্জলি সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায় জি বাংলায়। এই সিরিয়ালটাও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই দুটো সিরিয়াল করেই তিলোত্তমা যে জনপ্রিয়তা পেয়েছিলেন সেটা কম কিছু ছিল না। পরে তাকে আনফেয়ারি নামের একটি শর্ট ফিল্মেও অভিনয় করতে দেখা যায়। কিন্তু তারপরেই কোথায় যেন গায়েব হয়ে গেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও এখন তিনি সক্রিয় নন। তাই তার খোঁজ পাওয়া যায় না তেমন।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন শত্রু সিনেমার মাস্টার তাপু? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে
আরও পড়ুন : কেন এখন সিনেমা করেন না সুমিত গাঙ্গুলী? কোথায় হারিয়ে গেলেন বাংলা সিনেমার দুর্ধর্ষ ভিলেন
তবে তিলোত্তমাকে আজও দর্শকরা খুবই মিস করেন। পুরনো দিনের বহু অভিনেত্রী পরবর্তী দিনে নতুন নতুন বাংলা সিরিয়ালে কাজ করেছেন। অনেকে বহু বছর পর ফিরেছেন পর্দায়। কিন্তু তিলোত্তমা ভবিষ্যতে কোনদিনও ফিরবেন কিনা কেউ জানেন না। এমনকি তিনি এখন কোথায় কেমন আছেন সেই খোঁজও পাওয়া যায় না। নিজেকে একেবারেই লোক চক্ষুর আড়ালে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী।