Janmabhumi Pisima Mita Chatterjee : দূরদর্শন (Doordarshan) -এ সম্প্রচারিত একটি আইকনিক ধারাবাহিক হল ‘জন্মভূমি’ (Janmabhumi)। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ৫ বছর চলেছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে ‘পিসিমা’র চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chatterjee)। ‘জন্মভূমি’ শেষ হয়েছে প্রায় ২৫ বছর হয়ে গেলেও, দর্শকমহলে এখনও ‘পিসিমা’ নামেই জনপ্রিয় তিনি।
অল ইন্ডিয়া, অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন, কনফারেন্সে নাচের প্রতিভা দেখিয়ে তখন বেশ নামডাক হয়েছে মিতা চ্যাটার্জি। তখনই বাবার এক বন্ধু প্রথম অভিনয়ের প্রস্তাব দেন ছোট্ট মিতা চট্টোপাধ্যায়কে। পরিবারের তরফে কখনোই কোনো বাধা পাননি। আর তারপরেই শুরু হয় তার অভিনয় জীবন।
১৯৪৭ এ হেমেন বসু পরিচালিত ‘ভুলি নাই’ ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম দেখা যায় মিতা চ্যাটার্জীকে।সেই সময় তার নাম ছিলো নমিতা চ্যাটার্জি। কিন্তু ওই একই নামে সেই সময় আরও এক অভিনেত্রী ছিলেন ইন্ডাস্ট্রিতে। তাই একই নামের আরও দুই নায়িকা থাকায় যাতে নাম বিভ্রাট না ঘটে তাই ছোটো করে মিতা করে দিয়েছিলেন স্বয়ং অনুপ কুমার।
তবে মিতা চ্যাটার্জী শুধু নাচ আর অভিনয় নয়। তিনি একাধিক গুণের অধিকারিণী। আলি আকবর খাঁ সাহেবের কাছে সেতার শিখেছেন তিনি। বড়ে গোলাম আলি খাঁ এর সঙ্গে একই অনুষ্ঠানে পারফর্ম করেছেন। প্রতিটি অনুষ্ঠানেই তার প্রথম পুরস্কার ছিল বাঁধা।এমনকি একসময় তিনি টেবিল টেনিস থেকে শুরু করে সাঁতার সবটাই শিখেছেন। আর মিতাদেবী গান শিখেছিলেন রাজেন বসুর কাছে
তবে এই মিতা চট্টোপাধ্যায়ই এত প্রতিভা সত্ত্বেও বিয়ের পর স্বেচ্ছায় বিদায় নেন অভিনয় জগৎ থেকে। গুছিয়ে সংসার পাতেন দার্জিলিংয়ে। স্বামী ছিলেন অধ্যাপক। দার্জিলিংয়ে নিজের সুখের সংসার সাজিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কলকাতায় ফেরার পর তার জীবনে নেমে আসে বিপর্যয়। সেরিব্রাল স্ট্রোক হয়ে মিতাদেবীকে একা করে দুনিয়া ছেড়ে চলে যান তার স্বামী শ্রী বিমল কুমার চট্টোপাধ্যায়।
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন শীঘ্রই, অবশেষে বিয়ের ঘোষণা করলেন টলিউডের জনপ্রিয় এই জুটি
স্বামীর মৃত্যু পর নিজের ছোট্ট মেয়েকে নিয়ে একা হয়ে যান মিতা দেবী। তার মধ্যেই তার কাছে আবারো আসে অভিনয়ের প্রস্তাব। শ্বশুরবাড়ির তরফেও পেয়েছিলেন সমর্থন। শুরু হয় তার অভিনয়ের দ্বিতীয় ইনিংস। এবার হিন্দি সিরিয়ালে। আর থামতে হয়নি মিতা চট্টোপাধ্যায়কে। হিন্দি থেকে অচিরেই বাংলায় ফেরেন তিনি। ছোটপর্দা বড়পর্দা মিলিয়ে সেই থেকেই একটানা কাজ করে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন : যীশু নাকি রচনা ব্যানার্জী? বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকের সঞ্চালক কে?