হিন্দি, কন্নড়, মালয়ালম, তামিল, তেলুগু, বাংলা, ভোজপুরি এমনকি ইংরেজি ভাষার ছবিতেও একসময় চুটিয়ে কাজ করেছেন বলিউড (Bollywood) সুন্দরী রম্ভা (Rambha)। আবার সেই সঙ্গে তিনি ছোট পর্দাতেও একাধিক কাজ করেন। ৯০ এর দশকের অন্যতম সফল অভিনেত্রী ছিলেন তিনি। কিন্তু হঠাৎই অভিনয় ছেড়ে রম্ভা কোথায় যেন হারিয়ে যান। জানেন এখন কোথায় কেমন আছেন অভিনেত্রী?
প্রায় ৩ দশক বলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছিলেন তিনি। এরপর ২০১০ সালে তিনি অভিনয় জীবনকে চিরতরে বিদায় জানিয়ে ইন্দ্রকুমার পাঠমনথন নামের একজন ব্যবসায়ীকে বিয়ে করে নেন। কিন্তু তার এই বিয়ে সুখের হয়নি মোটেই। মধুচন্দ্রিমায় স্বামীর সঙ্গে বিদেশে ঘুরতে গিয়ে তিনি জানতে পারেন তার স্বামী আগে থেকেই বিবাহিত ছিলেন।
রম্ভার আগে অন্য একজন মহিলাকে বিয়ে করেছিলেন ইন্দ্রকুমার। সেই সত্যিটা লুকিয়েই তিনি রম্ভাকে বিয়ে করেন। এমনকি দ্বিতীয় বিয়ে করার আগে তিনি প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। এদিকে রম্ভা সত্যিটা জানতে পেরে ভীষণ রেগে গিয়েছিলেন এবং স্বামীকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসেন।
রম্ভা শর্ত দিয়েছিলেন যতদিন না পর্যন্ত তার স্বামী প্রথম স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ফিরবেন না। ইন্দ্রকুমার এরপর তড়িঘড়ি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। তারপর তিনি রম্ভাকে ফিরিয়ে আনেন তার বাড়িতে। শোনা যায় রম্ভা নাকি তার স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন।
এরপরে অবশ্য ইন্দ্রকুমার এবং রম্ভা সুখে সংসার করেন। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী দুই কন্যা এবং এক পুত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন এখন। বিয়ের পর অভিনয়ে জীবন থেকে অনেক দূরে সরে যান রম্ভা। তবে তাকে অবশ্য মাঝে মধ্যে বিভিন্ন রিয়ালিটি শোতে অতিথি কিংবা বিচারকের আসনে দেখা গিয়েছে বহুবার।
বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর বয়স এখন ৪৬ বছর। কিন্তু রূপ সৌন্দর্যের নিরিখে এখনও তিনি ৩০ বছর আগের রম্ভাই রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে এখন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এখন ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন এই অভিনেত্রী।