এই বিশ্ব বিখ্যাত MNC-তে চাকরি করছেন সৌরভ গাঙ্গুলীর মেয়ে, বেতন শুনলে ঘুরবে মাথা

বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তিনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন দেশকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়ে ছিলেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাই বাঙালির কাছে ক্রিকেটের কথা উঠলেই আগে মনে পড়ে ‘বাংলার দাদা’ সৌরভ গাঙ্গুলির কথা। আজও তার ভক্তের সংখ্যাও কম নয় এই বাংলায়।

তবে আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে ‘দাদা’ এবং তার পরিবার সম্পর্ক নানা তথ্য জানাতে পারেন দাদার ভক্তরা। বিশেষ করে সৌরভ কন্যা সানা গাঙ্গুলিকে (Sana Ganguly) নিয়ে বেশি কৌতূহল রয়েছে মানুষের মনে। অনেকেই জানতে চান সানা এখন কী করছে বা কোথায় পড়াশোনা করছেন। যদিও বহু মানুষ জানেও যে সানা এখন ইংল্যান্ডে পড়াশোনা করছেন।

Oxford University Where Sourav Ganguly`s Daughter Sana Ganguly Is Studing Course Fee Will Shock You

কলকাতার লরেটো হাউস স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা অর্জন করার পর এখন সে ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য পড়াশোনা চালাচ্ছেন। তবে শুধু পড়াশোনা নয়, তার পাশাপাশি Enactus UCL-তে কাজ করছেন তিনি। Enactus UCL হল এমন একটি সংস্থা যারা নতুনদের বড় বড় কর্পোরেট সংস্থার সঙ্গে কাজের সুযোগ করে দেয়।

তাই সানা এখন ‘এইচএসবিসি’, ‘কেপিএমজি’, ‘গোল্ডম্যান স্যাক্স’, ‘বার্কলেস’ ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ পান। সানার লিঙ্কড ইন অ্যাকাউন্ট অনুযায়ী বর্তমান সময় তিনি ‘PwC’-তে ইন্টার্ন হিসাবে কাজ করছেন। এই PwC হল বিশ্বের বৃহত্তম আর্থিক পরামর্শ সংস্থাগুলির মধ্যে একটি। এই কোম্পানির ব্যবসা ছড়িয়ে রয়েছে বিশ্বের ১৫২ দেশে। এই কোম্পানিতে ৩.২৮ লক্ষের বেশি লোক কাজ করেন।

SANA GANGULY

তবে সবচেয়ে আবাক হবেন এই সংস্থার কর্মীদের বেতন শুনলে। এখানে শুধু ইন্টার্নশিপ করেই যে কেউ লাখপতি হয়ে যেতে পারেন। পড়াশোনা শেষ না করেই এই বিশাল অঙ্গের টাকা রোজগার করার সুযোগ পাচ্ছেন সানা। এই কাজের বেতন সংক্রান্ত সকল তথ্য পাওয়া গিয়েছে UK.indeed.com নামক একটি ওয়েবসাইটে। এই ওয়েব সাইটেই দেওয়া হয়েছে বেতন তালিকা।

SANA SOURAV AND DONA

এই তালিকা অনুযায়ী, এই সংস্থায় ইন্টার্নশিপ করলেই বছরে ৩০ লক্ষ টাকার বেতন দেওয়া হয়। তাই এই তালিকা দেখেই বোঝা যাচ্ছে এত‌ কম বয়সেই বছরে ৩০ লক্ষ টাকা রোজগার করেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলি। তাই টাকার অঙ্কের দিক থেকে ক্রিকেটার বাবাকেও হার মানিয়ে দিয়েছেন মেয়ে।