মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা! এখন ভিক্ষা করে দিন কাটছে এই অভিনেত্রীর

শুরুটা হয়েছিল দুর্দান্তভাবেই। অক্ষয় কুমার থেকে অজয় দেবগন, প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়েছিলেন রামগোপাল বর্মার সঙ্গে কাজ করারও। কিন্তু এত কিছুর পরেও কেন বলিউড (Bollywood) থেকে হারিয়ে গেলেন বরখা মদন (Barkha Madan)? এখন কী করছেন তিনি? জানুন সবটা।

টেক্কা দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং সুস্মিতা সেনকে

১৯৯৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুস্মিতা সেন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে কড়া টক্কর দিয়েছিলেন বরখা। ফার্স্ট রানার আপ হলেও সকলের নজর কেড়েছিলেন তিনি। এরপর মিস ট্যুরিজম ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন তিনি। মালয়েশিয়ার মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের তৃতীয় রানার্স আপ হয়েছিলেন বরখা। সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি।

BARKHA MADAN

অক্ষয় কুমারের সঙ্গে করেছিলেন প্রথম কাজ

১৯৯৬ সালে ‘খাতরো কি খিলাড়ি’ সিনেমার হাত ধরে সরাসরি বলিউডে প্রবেশ করেছিলেন বরখা। এই সিনেমায় অক্ষয় কুমার, রবীনা ট্যান্ডন এবং রেখা অভিনয় করেছিলেন। সিনেমাটি বলিউডে সাড়া ফেললেও অভিনেত্রী ততটা জনপ্রিয়তা পাননি। ওই একই বছর ‘ড্রাইভিং মিস পালমেন’ নামক একটি ইন্দো-ডাচ সিনেমায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে।

কাজ করেছিলেন রামগোপাল বর্মার সিনেমাতে

এরপর আসে ২০০৩ সাল, যখন পরিচালক রাম গোপাল বর্মার নজর পড়ে অভিনেত্রীর ওপর। অজয় দেবগন এবং উর্মিলা মাতন্ডকর, নানা পাটেকার, ফারদিন খান অভিনীত ‘ভূত’ সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে যান অভিনেত্রী। এই সিনেমায় কোনও রক্ত মাংসের চরিত্র নয় বরং ভূতের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন অভিনেত্রী বরখা। কিন্তু এত কিছুর পরেও বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি অভিনেত্রী।

BARKHA MADAN

সিনেমা ছাড়াও একাধিক টিভি সিরিয়ালে কাজ করেছিলেন বরখা

বলিউডে আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার পরেও তেমনভাবে জনপ্রিয়তা অর্জন না করতে পারায় অভিনেত্রী বেছে নেন ছোট পর্দাকে। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সাত ফেরে – সালোনি কা সফর’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। এই ধারাবাহিকটি ছাড়াও ‘১৮৫৭ ক্রান্তি’, ‘ঘর এক সপনা’ এবং ‘ন্যায়’ সহ আরো বেশ কিছু টিভি সিরিয়ালের অভিনয় করেন তিনি। রানী লক্ষ্মীবাঈ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি।

প্রযোজনা সংস্থাও চালিয়েছিলেন বরখা

বলিউড বা ছোটপর্দায় অভিনয় করলেও তেমনভাবে জনপ্রিয়তা অর্জন না করতে পারায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর বরখা স্থির করেন প্রযোজনা সংস্থা চালু করার। ‘সোচ লো’, ‘সুরখাব’ নামের দুটি হিন্দি সিনেমাও প্রযোজনা করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু এই সংস্থা নিয়েও বেশি দূর এগোতে পারেননি তিনি। এর মধ্যেই কাজের ফাঁকে তিনি বেশ কিছু বৌদ্ধ মঠ পরিদর্শন করতে শুরু করেন।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন সলমনের প্রেমিকা সঙ্গীতা বিজলানি? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে

BARKHA MADAN

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র নায়িকা? এখন তাকে দেখলে চিনতে পারবেন না

বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী

বৌদ্ধ মঠের পরিবেশ ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করে অভিনেত্রীকে। এইভাবে আস্তে আস্তে অভিনেত্রী বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। ২০১২ সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সন্ন্যাসিনী হয়ে যান তিনি। নিজের নাম পরিবর্তন করে রাখেন গ্যালটেন সামটেন। অভিনেত্রীর ইনস্টাগ্রামে নজর দিলেই বুঝতে পারবেন তার আধ্যাত্মিক জীবনের নানান কীর্তির কথা।