যে কোনও মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন কিরণ দত্ত! ‘বং গাই’কে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে পর্নস্টারের তুলনা! গ্রেপ্তার হওয়ার মুখে ‘বং গাই’ কিরণ দত্ত

‘বং গাই’ (Bong Guy), নামটার সঙ্গে আজ সকলেই পরিচিত। সোশ্যাল মিডিয়ার সুবাদে এই সেলিব্রিটি ইউটিউবারকে চেনেন না এমন নেট নাগরিক খুব কমই রয়েছেন। আসল নাম তার কিরণ দত্ত (Kiran Dutta)। ফেসবুক এবং ইউটিউবে মজার মজার ভিডিও, বিশেষত রোস্টিং ভিডিও বানিয়ে তিনি হয়ে উঠেছেন সেলিব্রিটি। তবে সম্প্রতি বাংলার অভিনেতা-রাজনীতিবিদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তিনি ফের উঠে এলেন চর্চায়।

ঠিক কী ঘটেছে?

কিছুদিন আগে দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতি অভিনয় ছাড়ার কথা ঘোষণা করেন। অভিনয় ছেড়ে তিনি এবার পাকাপাকি রাজনীতিতে ঢুকবেন। এমনটাই জানিয়েছেন ভক্তদের। বিজয় থালাপতির প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়াতে একটি মন্তব্য করেন কিরণ দত্ত। তার সেই পোস্ট এখন ভাইরাল।

ঠিক কী লিখেছেন কিরণ দত্ত?

কিরণ সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেছেন, “সাউথের অভিনেতা বিজয় থালাপতি রাজনীতি করবে বলে অভিনয় থেকে অবসর নিল। আর আমাদেরগুলো সব জোয়ানি সিন্স। একই সাথে অভিনয়, রাজনীতি, ব্যবসা, বেসুরো গান, টিকটক, ইউটিউব সহ একাধিক শিল্পে পারদর্শী।” সবশেষে লেখার পাশে ‘জোক’ (মজা) কথাটিও উল্লেখ করেছেন তিনি।

অ্যারেস্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কিরণ দত্ত

রাজনীতিবিদদের পর্ণস্টারের সঙ্গে তুলনা মজার ছলে করলেও কিন্তু নিজের পোস্টে আশঙ্কার কথা লিখেছেন কিরণ। তিনি ক্যাপশনে লিখেছেন, “দুদিন পোস্ট না করলে ভাববেন অ্যারেস্ট হয়েছি।” তবে তার বান্ধবী অন্তরা নয়না রায় মজুমদার পাল্টা লিখেছেন, “অ্যারেস্ট? ডিরেক্ট তুলে নিয়ে যাবো বলে! কোথায় নিয়ে যাবে সেটাও বলে না।”

KIRAN DUTTA

কিরণের পোস্টে নেটিজেনদের মন্তব্য

তবে কিরণের এই মন্তব্য পড়ে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তারা তাকে আশ্বাস জোগাচ্ছেন, “কোনও চাপ নেই দাদা। কারও নাম তো করেননি।” কেউ লিখলেন, “পারবে না আটকাতে তোমার নামে দম আছে”। কমেন্ট বক্সে কিরণ আবারও লিখেছেন, “আমার আরেক জ্বালা, আমি সব রাজনৈতিক দল নিয়েই খিল্লি করি। একদল মারতে আসলে অন্য দল বাঁচাতে আসবে না।”

আরও পড়ুন : শুধু পোস্ট করেই কামাচ্ছেন কোটি টাকা, এই ৬ ইউটিউবারের সম্পত্তির খতিয়ান জেনে ধনকুবেরাও মুখ লুকায়

KIRAN DUTTA

আরও পড়ুন : শুধু ভিডিও বানিয়েই কোটিপতি! ‘বং গাই’ কিরণ দত্তের আয় শুনলে ধনকুবেরাও লজ্জা পাবে

উল্লেখ্য, হালফিলে টলিউড ইন্ডাস্ট্রির বেশিরভাগ তারকাই রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ শাসক দলের সমর্থক, কেউ বিরোধী। কেউ কেউ রাজনীতি ছেড়ে আবার ফিরেছেন অভিনয়ে। সম্প্রতি টলিউড সুপারস্টার দেবের তৃণমূল দল থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে উঠছে নানা জল্পনা। আর টলিউড তারকাদের কন্ঠে বেসুরো গান? সোশ্যাল মিডিয়াতে আকছার এসব নিয়ে খিল্লি তো চলেই।