শ্রাবন্তী চ্যাটার্জী, নুসরাত জাহান থেকে কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিণী মৈত্ররা এখন ছেয়ে রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে তাদের নিয়ে যে খুব বেশি মাতামাতি হচ্ছে ইন্ডাস্ট্রিতে সে কথা বললে ভুল হবে। বাংলা ছবির এই দুর্দিনে বহু তারকা ইতিমধ্যেই বলিউড কিংবা সাউথে কাজের খোঁজে বেরিয়ে পড়েছেন। তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী ঋত্বিকা সেন (Rittika Sen)। বরবাদ (Borbaad) ছবির নায়িকা এখন কোথায় কী করছেন জানেন?
খুব ছোটতে শিশুশিল্পী হিসেবে বাংলা টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন আজকের এই সুন্দরী অভিনেত্রী। তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। ছোট থাকতেই ২০১২ সালে জিৎ এবং কোয়েলের ‘১০০% লাভ’ ছবিতে অভিনয় করে টলিউডে পা রেখেছিলেন ঋত্বিকা। তারপর সরাসরি নায়িকা হিসেবেও জিতের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি।
রাজা রানী রাজি, বরবাদ, আরশিনগর ইত্যাদি বেশ কিছু সুপারহিট সিনেমাতে অভিনয় করে বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ ভালই সুনাম পাচ্ছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎই কয়েক বছর ধরে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? তিনি কী অভিনয় ছেড়ে দিয়েছেন? আসলে অভিনয় ছেড়ে দেননি ঋত্বিকা। বর্তমানে আসলে তিনি টলিউড ছেড়ে দিয়েছেন।
ঋত্বিকা এখন বাংলা ছবি ছেড়ে সাউথে অভিনয় করতে শুরু করেছেন। দক্ষিণের বিভিন্ন ছবিতে অভিনয় করেও ফেলেছেন তিনি। বিজয় সেতুপতির মত সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি এখন মুক্তি পাওয়ার মুখে। মাত্র ২২ বছর বয়সেই সাউথের একজন নামী নায়িকা হয়ে উঠেছেন ঋত্বিকা। তবে বাঙালি হয়ে কেন বাংলা ছবিতে আর দেখতে পাওয়া যাচ্ছে না তাকে? এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
অভিনেত্রীকে টলিউড সম্পর্কে প্রশ্ন করা হলেন তিনি সরাসরি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আমি চুটিয়ে তামিল, তেলুগু ছবিতে কাজ করছি। আর যাঁরা বলছেন হারিয়ে গিয়েছি, তাঁরাই বলুন আমি যে ধরনের ছবিতে কাজ করি তেমন ছবি আর হচ্ছে কোথায়?’’ সেই সঙ্গে তিনি আরও বলেছেন এখনকার বাংলা ছবিতে মূলধারার অভিনেত্রীরাও খুব বেশি অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। তিনি কোনও ছবিতে শো পিস হয়ে থাকতে চান না শুধু।
ঋত্বিকার কথায়, ‘‘যে সব অভিনেত্রী আমায় তাদের প্রতিযোগী মনে করেন, আমার থেকে প্রায় ১১ বছরের বড়, তাঁরাও তো কম কাজ করছেন। ভাল কাজ পেলে অবশ্যই করব’’। তাই যতদিন না সেই সুযোগ মিলছে ততদিন দক্ষিণেই চুটিয়ে কাজ করতে চান এই বাঙালি অভিনেত্রী। আপাতত কোনও বাংলা ছবির কাজ তার হাতে নেই। টলিউড থেকে হারিয়ে গেলেও দক্ষিণে বেশ ভালই কেরিয়ার গুছিয়ে নিয়েছেন ঋত্বিকা।