‘বেদের মেয়ে জোসনা’ (Beder Meye Josna) নায়িকা অঞ্জু ঘোষকে (Anju Ghosh) মনে আছে? চিরঞ্জিত চক্রবর্তীর নায়িকা এই একটি সিনেমা দিয়েই এপার বাংলার প্রত্যেক দর্শকের মন জয় করে নিয়েছিলেন। আদতে তিনি ছিলেন বাংলাদেশের নায়িকা। বাংলাদেশের সেই নায়িকা অঞ্জু ঘোষ এখন কোথায়? কী করছেন? কেন তাকে আর এখন অভিনয় করতে দেখা যায় না?
প্রায় ৩ দশক আগে মুক্তি পেয়েছিল বেদের মেয়ে জোসনা। এই সিনেমাটি দুই বাংলার দর্শকদের কাছেই ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই সময় কালে সেরা বাণিজ্যিক সিনেমা ছিল এটি। অঞ্জু ঘোষকে একসময় ইন্ডাস্ট্রির লক্ষ্মী বলা হতো। তিনি যে সিনেমাতেই থাকতেন, সেই সিনেমা হিট হতই। কিন্তু একটা সময় পর সেই অঞ্জুই হারিয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে।
আজ এত বছর বাদে দুই বাংলার টপ নায়িকা অঞ্জু ঘোষের কন্ঠে উপচে পড়ে আক্ষেপ। সিনেমা জগত থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন আর তিনি সেভাবে কাজ করেন না। একটা সময় পর বাংলাদেশের মানুষেরা তাকে বলতেন ‘হিন্দুর বেটি’। আর এপার বাংলায় আসলে তাকে বলা হতো ‘মুসলমানের বেটি’। কিন্তু শিল্পীর কোনো ধর্ম হয় না বলেই মনে করে অভিনেত্রী।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন বলিউড নায়িকা রম্ভা? এখন কী করছেন তিনি?
অঞ্জুর সম্পর্কে তার সহ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী একবার বলেছিলেন, “অঞ্জু একজন অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী। সেই সময় তাঁর মতো স্টার খুব কমই ছিলেন। কথা বলার মধ্যে একজন মুসলমানের ছাপ ছিল তাঁর। ওপারের বাংলাটা তো অন্যরকম। এপারের মতো নয় মোটেই। ফলে সেই টানটা ছিলই অঞ্জুর। বাংলাদেশের মানুষদের মতোই কথা বলতেন তিনি। বলিউড কাজ পেতে খুবই অসুবিধা হত। এ ছাড়াও অঞ্জুর মধ্যে ছিল একটা বিরাট স্টার ফ্যাক্টর। ওই তারকাসুলভ বিষয়টার জন্য তাঁকে অনেক কাস্ট করতে অসুবিধায় পড়তেন।”