শকুন্তলা বড়ুয়ার মেয়েকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করলেন আশিস বিদ্যার্থী, কেমন আছেন অভিনেতার প্রথম স্ত্রী?

Ashish Vidyarthi`s First Wife Rajoshi Barua : ২৫ শে মে জামাই ষষ্ঠীর দিনেই কলকাতার বুকে বেজে উঠল বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) -র বিয়ের সানাই। এটা তার দ্বিতীয় বিয়ে। অবশ্য কলকাতা জামাই তিনি আগে থেকেই ছিলেন। তার প্রথম স্ত্রী হলেন রাজোশি বড়ুয়া (Rajoshi Barua)। যার আরেক পরিচয় তিনি প্রখ্যাত টলিউড অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua) -র মেয়ে। কাজেই আশিস বিদ্যার্থী হলেন শকুন্তলার প্রাক্তন জামাই।

তবে বেশ কিছুদিন আগেই আশিস এবং রাজোশির বিচ্ছেদ হয়ে গিয়েছে। শেষমেষ বাঙালির বারো মাসের তেরো পার্বণের এক শুভদিনে দ্বিতীয় বিয়েটাও সেরে ফেললেন আশিস। তার বর্তমান স্ত্রীর নাম রূপালি বড়ুয়া (Rupali Barua)। তিনি আদতে কলকাতায় থাকলেও অসমের মেয়ে। পেশার সূত্রে তাকে কলকাতায় থাকতে হয়। রূপালি কলকাতার ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।

Ashish Vidyarthi Wedding

গতকাল আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে নিতান্ত ঘরোয়াভাবে কোর্ট ম্যারেজ সেরে ফেললেন আশিস ও রূপালী। তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা গিয়েছে। বিয়ের পর অভিনেতা নববিবাহিতা স্ত্রীর সঙ্গে কিছু ছবি শেয়ার করে নিয়েছিলেন। প্রাক্তন স্বামীর বিয়ের খবর পেয়ে মনের কি অবস্থা রাজোশির?

আশিস এবং রূপালীর বিয়ের ছবি ভাইরাল হওয়ার রাজোশি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে কখনও ফুটে উঠেছে তার মনের আক্ষেপ, কখনও জীবন দর্শনের কথা তিনি ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘যে মানুষরা তোমার কাছের, সে কখনও জিজ্ঞেস করবে না, তাদের কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনও কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও।’’

RAJOSHI BARUA AND ASHISH VIDHYARTHI

এছাড়া তিনি আরও লিখেছেন, ‘‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্ট ভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’’ সবশেষে তিনি লিখেছেন, ‘‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেয়ো না।’’ আনন্দবাজার সূত্রে খবর, অভিনেতার দ্বিতীয় বিয়েতে সায় ছিল তাদের ছেলের।

Ashish Vidyarthi Wedding

আরও পড়ুন : পরিবারে আসছে নতুন সদস্য, দাদু হতে চলেছেন মিঠুন চক্রবর্তী

বৃহস্পতিবার আইন মতে বিয়ে করে নেওয়ার পর সন্ধ্যায় একটা ছোট পার্টির আয়োজন করেছিলেন তারা। বিয়ের দিন সাদা এবং সোনালী রঙের শাড়ি পরেছিলেন রূপালী সেইসঙ্গে সাদামাটা গয়না এবং হালকা রূপটানেই ফুটে উঠেছিল নববধূর রূপ। অন্যদিকে আশিস বিদ্যার্থী ঘিয়ে রঙের একটি পাঞ্জাবী পরেছিলেন।

আরও পড়ুন : বাড়িতে বউ থাকতেও বাইরে ফষ্টিনষ্টি! পরকীয়ায় জড়িয়ে সংসার ভেঙেছে এই তারকাদের