অরিজিৎকে টেক্কা দিয়েছিলেন গানে, বলিউডে পাত্তা না পেয়ে এই বাঙালি গায়িকা কোথায় হারিয়ে গেলেন?

২০০৫ সালের ফেম গুরুকুল (Fame Gurukul) রিয়েলিটি শো কার্যত সংগীত জগতে বেশ কিছু নতুন প্রতিভার সন্ধান দিয়েছিল। এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলেন বর্তমান প্রজন্মের সেনসেশন অরিজিৎ সিং (Arijit Singh)। যদিও তিনি অবশ্য মাঝপথেই ছিটকে গিয়েছিলেন প্রতিযোগিতা থেকে। আর যারা তাকে টেক্কা দিয়ে সেই বার জয়ী হয়েছিলেন তাদের এখন কেমন অবস্থা জানেন?

ওই সময় অরিজিতের পাশাপাশি প্রতিযোগিতাতে বেশ কিছু বাঙালি প্রতিযোগীও অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন অর্পিতা মুখার্জী (Arpita Mukherjee)। বাংলার এই মেয়ে ফেম গুরুকুলে প্রথম থেকেই বেশ সাড়া জাগাতে পেরেছিলেন। গানের ক্ষেত্রে তার নিজস্বতা সব থেকে বেশি মুগ্ধ করেছিল বিচারকদের। তাকে নিয়ে বেশ মাতামাতিও হয়েছিল সেই সময়।

ARPITA MUKHERJEE

প্রথম থেকেই অরিজিতের প্রতিদ্বন্দ্বী হিসেবে অর্পিতা এগিয়ে যাচ্ছিলেন তার লক্ষ্যের দিকে। দর্শকদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছিলেন তিনি। অরিজিতকে টেক্কা দিলেও অবশ্য ফেম গুরুকুল বিজয়ী হতে পারেননি তিনি। চূড়ান্ত পর্বের আগেই তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান। বিজয়ী হিসেবে মুকুট যেতেন আরেক বাঙালি গায়িকা রূপরেখা ব্যানার্জী এবং কাজী তৌকির।

এরপর অর্পিতা পাড়ি দেন বলিউডে। কিন্তু বাংলার এই মেয়ে বলিউডে সেভাবে পাত্তা পাননি। তিনি বেশ কিছু ছবিতে প্লেব্যাক গেয়েছিলেন। তবে দর্শকদের মনে সেসব দাগ কাটতে পারেনি। বর্তমানে তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। সেখানে নিয়মিত তিনি তার গানের ভিডিও শেয়ার করেন। এছাড়া তার কিছু অ্যালবাম মাঝে মাঝে প্রকাশ পায়।

ARPITA MUKHERJEE

প্রথম প্রথম বলিউডে গান গাওয়ার সুযোগ পেলেও এখন সেভাবে কোনও ছবিতে তার গান শোনা যায় না। তবে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয় থাকেন। তার বাবা ছিলেন একজন এয়ার ফোর্স অফিসার। আর তিনি নিজে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন। আপাতত গান নিয়েই কাটছে তার দিন।

ARPITA MUKHERJEE

ফেম গুরুকুলের পর সারেগামাপা গোল্ডেন ভয়েস হান্টেও অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বিজয়ী হন অর্পিতা। এখন তিনি জনপ্রিয় রিয়েলিটি শো এর বিচারক হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে তার নিজস্ব অ্যালবাম বেরিয়েছে বেশকিছু। এরমধ্যে ইউনিভার্সাল মিউজিকের ‘ইয়ারিয়ান’ অ্যালবামটি ও ‘পালকো কে পিছে’ নামের তার একটি মিউজিক ভিডিও বেশ ভাল সাড়া পেয়েছে।