বাংলা তথা গোটা ভারতবর্ষের গর্ব তিনি। ভারতীয় সংগীতের দুনিয়াতে তিনি একজন প্রথম সারির গায়ক। এই মুহূর্তে বলতে গেলে অরিজিৎ সিং (Arijit Singh) -কে টেক্কা দিয়ে জনপ্রিয়তা পাওয়ার মত আর কেউ নেই ইন্ডাস্ট্রিতে। ছবিতে প্লেব্যাক গাওয়া হোক কিংবা কনসার্টে লাইভ পারফরমেন্স, অরিজিতের গান নিয়ে দর্শকদের মনে সব সময় একটা উন্মাদনা কাজ করে।
যতই সাধারণ জীবনযাপন করুন না কেন অরিজিত আজ দেশের একজন বড় সুপারস্টার। আর তারকাদের নামের পাশে বিতর্ক থাকবে না তাও কি হয়? অরিজিৎ সিং এবং রূপরেখা ব্যানার্জী (Ruprekha Banerjee) -কে নিয়েও তেমনই রয়েছে একটি জল্পনা। রূপরেখাই নাকি অরিজিৎ সিংয়ের প্রথম পক্ষের স্ত্রী (Arijit Singh`s First Wife)! এই খবর জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছিল অরিজিৎ ভক্তদের মধ্যে।
অরিজিতের মত রূপরেখাও একজন গায়িকা। ২০০৫ সালে ফেম গুরুকুলের প্রতিযোগিতার মাধ্যমে তারা একইসঙ্গে সংগীত দুনিয়াতে যাত্রা শুরু করেছিলেন। ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ের বিজেতা ছিলেন রূপরেখা। আর অরিজিত প্রতিযোগিতা শুরু হওয়ার পরপরই বাদ পড়ে যান। তা সত্ত্বেও অরিজিৎ এখন একজন বড় মাপের সুপারস্টার। আর কোথায় যেন হারিয়ে গিয়েছেন রূপরেখা।
রূপরেখা ব্যানার্জী এবং কাজী তৌকির, দুজনেই যৌথভাবে ফেম গুরুকুল সংগীত প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। অরিজিতকে পেছনে ফেলে এই বাঙালি মেয়ে ফাইনালে ওঠেন এবং জয়ী হন। এই প্রতিযোগিতার পর রূপরেখা একটি অ্যালবাম বের করেছিলেন। এই অ্যালবামটি গোটা বিশ্ব জুড়ে দারুন জনপ্রিয়তা পেয়েছিল এবং এর প্রায় পাঁচ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।
হিন্দি, বাংলা, ভোজপুরি এবং গুজরাটি ভাষাতেও প্রচুর গান গেয়েছিলেন রূপরেখা। তার মিষ্টি কন্ঠ শ্রোতাদের মন জয় করে নিয়েছিল। কিন্তু অরিজিত যেভাবে পরবর্তী দিনে খ্যাতির শিখরে পৌঁছে যান, সেরকম জনপ্রিয়তা পাননি রূপরেখা। বলিউড ইন্ডাস্ট্রিতেও খুব একটা এগোতে পারেননি তিনি।
আরও পড়ুন : বাঙালিরা ভাল গায়ক হয় কেন? ফাঁস হল আসল বৈজ্ঞানিক রহস্য
২০১০ সালে রূপরেখা বিয়ে করেন। তিনি এখন কলকাতাতেই থাকেন। তার একটি মেয়েও রয়েছে। অরিজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানোর পর তিনি ফেসবুক লাইভে স্পষ্ট জানিয়ে দেন আদতে তিনি অরিজিতের প্রথম পক্ষের স্ত্রী নন। অরিজিতের প্রথম এবং একমাত্র স্ত্রী হলেন কোয়েল সিং।
আরও পড়ুন : সস্তার হোটেল খুললেন অরিজিৎ সিং, খাবারের মেনু ও দাম দেখলে বিশ্বাসই হবে না