Where Is Adventures of Tarzan Fame Hemant Birje : ভারতীয় সিনেমার প্রথম টারজান (Tarzan) বললেই সকলের চোখের সামনে ভেসে উঠবে ৮ ফুট লম্বা বলিষ্ঠ এক চেহারা। যাকে প্রথম দেখা গিয়েছিল ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘অ্যাডভেঞ্চারস অফ টারজান’ (Adventures of Tarzan) -এ। সুন্দরী বলিউড (Bollywood) অভিনেত্রী কিমি কাটকার (Kimi Katkar) এবং ‘টারজান’ হেমন্ত বিরজে (Hemant Birje) -র জুটিতে এই ছবিটি ব্যাপক হিট হয়। রাতারাতি লাইমলাইটে চলে আসেন হেমন্ত।
আসলে হেমন্ত ছিলেন একজন বডিবিল্ডার। বডি বিল্ডার থেকে তিনি কীভাবে বলিউড অভিনেতা হয়ে উঠলেন সেই গল্পটা সিনেমার থেকে কিছু কম নয়। আসলে একদিন হঠাৎ করেই ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। তাকে ছাড়া বলিউডের আর কোনও অভিনেতাকে নিয়ে ‘অ্যাডভেঞ্চার অফ টারজান’ ছবি বানানো সম্ভব ছিল না সেই সময়। আজ এত বছর বাদেও দর্শকরা টারজান হিসেবেই মনে রেখেছেন তাকে।
একটি সাক্ষাৎকারে হেমন্ত জানান তিনি আসলে বডি বিল্ডিং করতেন সেই সময়। বিভিন্ন প্রতিযোগিতাতেও অংশ নিতে হত তাকে। একবার হোলির দিনে তিনি বন্ধুদের সঙ্গে মিলে ভাঙের নেশা করছিলেন। ঠিক তখনই টারজানের পরিচালক তাকে ডেকে নেন। অডিশন বলতে শুধু তার জামা-কাপড় খুলে শরীর পরীক্ষা করে নেন। ব্যাস, এরপরই পরিচালক তাকে ছবির জন্য চূড়ান্ত করে ফেলেন।
হেমন্তর শারীরিক গঠন ছিল বলিউড অভিনেতাদের কাছে ঈর্ষণীয়। তার গড়নে মুগ্ধ ছিলেন ইন্ডাস্ট্রির অনেক তারকা। তার সঙ্গে দেখা হলেই অনেকে তার জামাকাপড় খুলে মাসলস দেখতে চাইতেন। অনেক সময় তার ব্যক্তিত্ব কিন্তু আবার বলিউড তারকাদের কপালে চিন্তার ভাঁজও ফেলেছে। বহু অভিনেতা তার সঙ্গে কাজ করতে চাইতেন না সেই সময়। তাদের মধ্যে ধর্মেন্দ্র, গোবিন্দাও ছিলেন।
হেমন্ত একাই সমস্ত লাইমলাইট শুষে নেবেন এই ভয়ে একটি ছবিতে ধর্মেন্দ্র তার সঙ্গে কাজ করতে রাজি হননি। যদিও পরে তিনি রাজি হলেও ছবির আরেক অভিনেতা গোবিন্দা তাকে সেই প্রজেক্ট থেকেই বাদ দিয়ে দেন। এদিকে ছবির জন্য সাইনিং অ্যামাউন্ট নিয়ে ফেলেছিলেন হেমন্ত। তবুও তাকে কাজ করতে দেওয়া হয়নি। অবশ্য হেমন্ত এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন : এই মারাত্মক ‘দোষে’ ধ্বংস হয়েছিল রাজেশ খান্নার কেরিয়ার, বিপরীতে সুপারস্টার হয়ে যান অমিতাভ
বিভিন্ন ওয়েব সিরিজ এবং ছবিতে কাজ করেছেন হেমন্ত। ইন্ডাস্ট্রিতে সালমান খান এবং সঞ্জয় দত্তের সঙ্গে তার খুব ভাল সম্পর্ক রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে মিঠুন চক্রবর্তী, বিনোদ খান্নাকে বেশ পছন্দ করেন। আর বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে ব্যক্তিগতভাবে শাহরুখ খানের শারীরিক গঠন তার খুবই পছন্দ।
আরও পড়ুন : বিয়ে না করেই মা হয়েছেন, বাবার জন্যই আজীবন অবিবাহিত রয়ে গেলেন জিতেন্দ্র-কন্যা