বিয়ে না করেই মা হয়েছেন, বাবার জন্যই আজীবন অবিবাহিত রয়ে গেলেন জিতেন্দ্র-কন্যা

৪৮ বছর বয়সেও কেন অবিবাহিত রয়েছেন জিতেন্দ্র কন্যা একতা কাপুর?

হিন্দি টেলিভিশন (Hindi Telivision) ইন্ডাস্ট্রির ‘কুইন’ যদি কেউ হন তাহলে তিনি হলেন একতা কাপুর (Ekta Kapoor)। তার বালাজি প্রযোজনা সংস্থার আওতায় একের পর এক হিট সিরিয়াল এসেছে। একতা কাপুরের সিরিয়াল মানেই ফ্যামিলি ড্রামায় ভরপুর। তবে তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনটাও কিন্তু সিরিয়ালের গল্পের তুলনায় কিছু কম নয়। সেখানেও রয়েছে নানা টুইস্ট।

একতা হলেন বলিউড সুপারস্টার জিতেন্দ্র কাপুর (Jitendra Kapoor) -র কন্যা। তার ভাই তুষার কাপুরও জনপ্রিয় একজন অভিনেতা। কিন্তু ভাই বা বোন কেউই বিয়ে করলেন না। একতার বয়স এখন ৪৮ বছর। কিন্তু তিনি তার জীবনে প্রকৃত জীবনসঙ্গীর খোঁজ পাননি। ইন্ডাস্ট্রিতে কিন্তু বহু তারকার সঙ্গে একতার সম্পর্কের খবর রটেছিল। যাদের মধ্যে চ্যাঙ্কি পান্ডে (Chanky Pandey) থেকে করণ জোহর (Karan Johar) -র নামও ছিল।

EKTA KAPOOR AND CHANKY PANDEY

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন কেরিয়ারের শুরুতেই চ্যাঙ্কি পান্ডের প্রেমে পড়েছিলেন একতা। সম্প্রতি অভিনেতার ৬০ তম জন্মদিনে এক সিক্রেটের খোলাসা করেন একতা। তিনি জানান চ্যাঙ্কি পান্ডে তার ক্রাশ ছিলেন। তাই তিনি নিজেই চ্যাঙ্কিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু একতাকে বিয়ে করতে রাজি হননি অভিনেতা।

এরপর করণ জোহরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়েও কানাঘুষো শুরু হয়। শুধু নিছক জল্পনা নয়, তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর করণ কিংবা একতা কেউই বিয়ে করেননি। হ্যাঁ, তবে বিয়ে না করলেও করণ জোহর এবং একতা কাপুর সন্তান সুখ থেকে বঞ্চিত হতে চাননি।

EKTA KAPOOR WITH HER SON

একতা ও করণ দুজনেই সারোগেসির মাধ্যমে সন্তানের মুখ দেখেছেন। বেশ কয়েক বছর আগে একতা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যার নাম রেখেছেন রবি কাপুর। দিদির দেখাদেখি ভাই তুষার কাপুরও বিয়ে না করে ঠিক একই পথ অবলম্বনে বাবা হয়েছেন। তবে জানেন কি কেন একতা সারা জীবন অবিবাহিত থাকার এমন সিদ্ধান্ত নিলেন?

EKTA KAPOOR WITH HER SON

আরও পড়ুন : ধর্মেন্দ্রকে লুকিয়ে জিতেন্দ্রকে বিয়ে করতে যাচ্ছিলেন হেমা, বিয়ের মণ্ডপে ধর্মেন্দ্র কী করেছিলেন জানেন?

আসলে মেয়ের জীবনের এত বড় একটা সিদ্ধান্তের পেছনে কিন্তু জিতেন্দ্রর হাত ছিল। একতা একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “পাপার শর্ত ছিল হয় বিয়ে করতে হবে, না হলে চাকরি। আমি চাকরি বেছে নিয়েছিলাম কারণ আমি বিয়ে করতে চাইনি। এই কারণে আমি আজও আমার কাজকে বেশি গুরুত্ব দিই।” বিয়ে না করেই একতা যখন মা হওয়ার সিদ্ধান্ত নেন তখন কিন্তু এর জন্য জিতেন্দ্রকে কিছু কম কথা শুনতে হয়নি।

আরও পড়ুন : ছবিতে শুধুই সাদা পোশাক কেন পরতেন জিতেন্দ্র? উত্তরে চমকে দিলেন অভিনেতা