‘থ্রি ইডিয়টসে’র রাজু রাস্তোগি আজ কোথায়? অভিনয় ছেড়ে আজ কীভাবে দিন কাটাচ্ছেন তিনি

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সেরার সেরা সিনেমাগুলির মধ্যে আমির খান (Aamir Khan),আর মাধবন (R Madhavan) এবং শরমন যোশী (Sharman Joshi) অভিনীত ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) খুবই জনপ্রিয় একটি সিনেমা। মুক্তির পর প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও আজও এই সিনেমাটির তুমুল জনপ্রিয়তা লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যে। সিনেমার প্রধান তিন অভিনেতার মধ্যে আর মাধবন এবং আমির খান এখনও অভিনয় করছেন। কিন্তু কোথায় হারিয়ে গেলেন রাজু রাস্তোগি (Raju Rastogi)?

র‍্যাঞ্চো, রাজু এবং ফারহান, তিন বন্ধুর কলেজ জীবনের গল্প নিয়ে রাজকুমার হিরানির পরিচালনায় এই ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল সেই সময়। আজও দর্শকরা এই তিন অভিনেতাকে ছবির ওই চরিত্রের নামে মনে রেখেছেন। কিন্তু এত জনপ্রিয়তা এবং প্রশংসা পাওয়া সত্ত্বেও শরমন যোশী এখন আর অভিনয় করেন না। অভিনয় ছেড়ে তিনি এখন কী করছেন জানলে চমকে যাবেন।

Sharman Joshi

১৯৭৯ সালে নাগপুরের একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন শরমন। তার পরিবারের অনেকেই থিয়েটার করতেন। তাই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার একটা টান সৃষ্টি হয়েছিল। পড়াশোনা শেষ করার পর তিনি নিজেও থিয়েটারে যোগদান করেন। একটি গুজরাটি নাটকে বধির এক চরিত্রে অভিনয় করে তিনি সকলকে মুগ্ধ করে দেন।

বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন শরমন। শাবানা আজমির ‘গডমাদার’ ছবিতে তাকে প্রথম দেখা গিয়েছিল। এরপর তিনি ‘সাদি নাম্বার ১’, ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’ নামের কিছু ছবিতে অভিনয় করেন। তবে ‘রং দে বসন্তি’ এবং ‘গোলমাল’ ছবিতে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। এরপর তার হাতে আসে থ্রি ইডিয়টসের প্রস্তাব।

Sharman Joshi

থ্রি ইডিয়টস সিনেমাতে অভিনয় করার পর ক্রমশ বাড়তে থাকে শরমনের জনপ্রিয়তা। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তিনি অনেক প্রশংসা পেয়েছিলেন সেই সময়। তার ঝুলিতে অনেকগুলো ছবির প্রস্তাব এসেছিল তারপর। ওয়াজা তুম হো, হেট স্টোরি ৩, ১৯২০ লন্ডন এর মত সিনেমাতেও তাকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন : ৮৫০০ হিরে বসানো ছাদের সিলিং! মুকেশ-নীতার এই বাড়ির দাম শুনলে ঘুরে যাবে মাথা

Sharman Joshi

আরও পড়ুন : বলিউডের লাকিচার্ম, সঙ্গে থাকলেই খুলে যায় ভাগ্য! এই ড্রাইভারের ব্যাপারে জানলে অবাক হবেন

তবে বিগত বেশ কয়েক বছর ধরে শরমনকে আর সেভাবে বলিউড ইন্ডাস্ট্রিতে লক্ষ্য করা যাচ্ছে না। বিগত কয়েক বছরে মেরা ফৌজি কলিং, বাবলু ব্যাচেলার, কংগ্রাচুলেশনের মত কিছু ছবিতে অভিনয় করেন তিনি। তবে সেগুলো তেমন জনপ্রিয়তা পায়নি। তাই বলিউড থেকে দূরেই রয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি ভাল কোনও কাজের সুযোগের অপেক্ষা করছেন।