অভিনয় ছেড়ে ১৪০০ কোটি টাকার মালিক! রামায়ণের ‘লব-কুশ’ এখন কী করেন জানেন?

১৪০০ কোটি টাকার মালিক! অভিনয় ছেড়ে ‘রামায়ণে’র লব-কুশ এখন কী করছেন?

রামানন্দ সাগর (Ramanand Sagar) -র পরিচালনায় রামায়ণ (Ramayan) সিরিজের জনপ্রিয়তা আজও অটুট রয়েছে দর্শকদের মনে। অরুণ গোভিল (Arun Govil), দীপিকা চিখালিয়া (Deepika Chikhalia), দারা সিং অভিনীত এই সিরিজ আজ ৫০ বছর বাদেও সমান জনপ্রিয় দর্শকদের কাছে। রামায়ণের প্রত্যেকটি চরিত্রের কথা উঠলে সিরিজের কলাকুশলীদের মুখ ভেসে ওঠে দর্শকদের চোখের সামনে। সিরিয়ালে লব এবং কুশ (Luv and Kush) -র ভূমিকাতে যারা অভিনয় করেছিলেন তারা এখন কোথায়, কী করেন জানেন?

রামায়ণ সিরিজের রাম ও সীতার দুই পুত্র সন্তানের ভূমিকাতে অভিনয় করেছিলেন স্বপ্নীল জোশী এবং ময়ূরেশ ক্ষেত্রমাদে (Mayuresh Kshetramade)। তখন তারা ছিলেন খুবই ছোট। এই সিরিজের পর স্বপ্নীল যোশী অভিনয় দুনিয়াতে সমানতালে কাজ করে গিয়েছেন। পরে তিনি শ্রীকৃষ্ণের ভূমিকাতে অভিনয় করেছিলেন দূরদর্শনের কিছু প্রজেক্টে। তারপর সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেন।

Luv and Kush

তবে ময়ূরেশ অর্থাৎ লব অভিনয় ছেড়ে দিয়ে সম্পূর্ণ অন্য ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তোলেন। অভিনয় ছেড়ে দিয়ে তিনি ব্যবসার কাজে মনোনিবেশ করেন। এবং তাতে বেশ সফলও হন। ছোটবেলায় তিনি পড়াশোনাতে খুব মেধাবী ছিলেন। উচ্চ শিক্ষা সম্পন্ন করে তিনি বেশ কিছু বড় কোম্পানিতে প্রথমে কাজ করতে শুরু করেন। বর্তমানে তিনি নিজের একটি কোম্পানির মালিক।

ময়ূরেশ বর্তমানে কমিশন জংশন অ্যাফিলিয়েটের সিইও হিসেবে কর্মরত রয়েছেন। এখন তিনি তার পরিবার নিয়ে আমেরিকাতে থাকেন। বিদেশের মাটিতে তিনি সফলতার সঙ্গে তার ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা।

Mayuresh Kshetramade

ময়ূরেশ এখন লাইম লাইটের থেকে দূরে সুদুর আমেরিকাতে তার ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। রামায়ণের পর তিনি আর অভিনয় করার কথা ভাবেননি। পড়াশোনা করে এবং ব্যবসা ক্ষেত্রে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাই তো তার সহ অভিনেতা স্বপ্নীল যোশী পরবর্তীকালে একের পর এক সিনেমা এবং সিরিয়ালে কাজের সুযোগ পেলেও ময়ূরেশ এসব থেকে দূরেই ছিলেন।

আরও পড়ুন : বলিউড ছেড়ে থেকে IPS অফিসার, এই সুন্দরী নায়িকার আসল পরিচয় জানলে চমকে যাবেন

Mayuresh Kshetramade

আরও পড়ুন : “উত্তম কুমারের মত পুরুষালি চেহারা শোভনের!”, বৈশাখীর মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অন্যতম নামী ব্যবসায়ী হওয়ার পাশাপাশি অল্প বিস্তর লেখালেখিও করেন তিনি। তিনি স্পাইট অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি বই লিখেছিলেন। প্রায় ৫০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও রামায়ণ সিরিয়ালের বাকি চরিত্রদের মত ময়ূরেশকেও আজও মনে রেখেছেন দর্শকরা।