মিঠুন চক্রবর্তী এবং বলিউড সুন্দরী শ্রীদেবীর প্রেমের কাহিনীটা অনেকেরই জানা। তাদের এই সম্পর্কটা বলিউডের ওপেন সিক্রেট ছিল। প্রেম করতে করতে নাকি বিয়েও করে ফেলেছিলেন দুজনে। কিন্তু গোল বাঁধলো মিঠুনের স্ত্রী যোগিতা বালির কানে খবরটা পৌঁছতেই। তিনি কী করেছিলেন জানেন? স্বামীর পরকীয়ার খবর জেনে কোন পদক্ষেপ নেন যোগিতা বালি? মিঠুন ও শ্রীদেবীর গোপন বিয়ের খবর পেয়ে কী করেছিলেন তিনি?
মিঠুনকে বিয়ে করার পরপরই যোগিতা সিনেমা ছেড়ে দেন। অন্যদিকে শ্রীদেবী তখন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। আর মিঠুনও ততদিনে স্টারডম পেয়ে গিয়েছিলেন। আচমকাই বলিউডের অন্দরে শোনা যেতে থাকে মিঠুন এবং শ্রীদেবীর প্রেমের গুঞ্জন। এরপর জানা গেল দুজনে নাকি রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। দাবানলের মত ছড়িয়ে পড়ে সেই খবর। কথাটা যোগিতার কানেও পৌঁছায়। তখনকার মত যোগিতা চুপ থাকাটাই ঠিক বলে মনে করেছিলেন। এই নিয়ে সেই সময় তার মুখে একটি কথাও শোনা যায়নি।
তবে এর ঠিক কয়েক বছর পর একটি সাক্ষাৎকারে মিঠুন এবং শ্রীদেবীর সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে মুখ খোলেন তিনি। যোগিতা বলেছিলেন শ্রীদেবী আর মিঠুন যে প্রেমে ছিলেন তার বিভিন্ন জায়গা থেকে শুনতেন তিনি। মিঠুনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর শ্রীদেবী খুবই ভেঙে পড়েছিলেন, এই খবরও তার কানে এসেছিল। শুনে তারও বেশ খারাপ লেগেছিল। দুজন মানুষ যদি ভালোবেসে একসঙ্গে না থাকতে পারেন, তাহলে তাদের কষ্ট তো হবেই। এরপর যোগিতা বলেন যদি সত্যিই মিঠুন শ্রীদেবীকে তার দ্বিতীয় স্ত্রী করে রাখতে চাইতেন, তাহলে তাতে তার কোনও আপত্তি থাকতো না। তিনি বরং মেনেই নিতেন এই সম্পর্ক।
আরও পড়ুন : শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেন রজনীকান্ত! বিয়ে হল না এই একটি কারণে
আরও পড়ুন : নাক কেটে সোজা, ঠোট কেটে মোটা! সুন্দরী হতে কোন কোন অঙ্গের অস্ত্রপচার করেছেন শ্রীদেবী কন্যা?
যোগিতা মুখে এই কথা বললেও বলিউডে অবশ্য আলাদা একটা গুঞ্জন রয়েছে। শোনা যায় ওই সময় মিঠুন এবং শ্রীদেবীর গোপন প্রেমের কথা জেনে যোগিতা খুবই রেগে গিয়েছিলেন। তিনি মিঠুনকে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। এর ফলে শ্রীদেবীর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেন মিঠুন। আর শ্রীদেবীও কিছুদিন পর বিয়ে করে নেন প্রযোজক বনি কাপুরকে।