স্বামী ও স্ত্রীর মধ্যে ডিভোর্স, নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু ভাই-বোনের মধ্যে ডিভোর্স? এও কি হয়? পথ দেখাচ্ছেন বলিউড তারকারাই। ভাই-বোন কিংবা পরিবারের সঙ্গে সম্পর্ক শেষ করে সোশ্যাল মিডিয়াতে আপডেট দিচ্ছেন তারকারা। এই যেমন সম্প্রতি সোনু কক্কর সোশ্যাল মিডিয়াতে তার ভাইবোন টোনি কক্কর এবং নেহা কক্করের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আপডেট দিয়েছেন।
কেন নেহা এবং টোনির সঙ্গে সম্পর্ক ভাঙলো সোনুর?
সোনু, নেহা এবং টোনি, তিনজনেই বর্তমানে বলিউডের সুপ্রতিষ্ঠিত গায়ক। এর আগে তিন ভাইবোন সবসময় একে অপরের পাশে থেকেছেন। জীবনের যেকোনো ঝড়-ঝাপটা সবসময় একসঙ্গে সামলেছেন। কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সোনু জানান, “ভাঙ্গা মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে, আমি আর দুই অতি গুণী নেহা কক্কর ও টোনি কক্করের বোন নই। আমার এই সিদ্ধান্ত এসেছে মনের অনেক বড় বেদনা থেকে। আমি আজ সত্যিই ভেঙ্গে পড়েছি!”
সোনুর এমন পোস্ট দেখে অবাক হয়েছেন সকলেই। কিছুদিন আগেও তিন ভাইবোনকে একসঙ্গে সাক্ষাৎকার দিতে দেখা যেত। সব সময় তারা অতীতের কষ্টের মুহূর্তের স্মৃতি চারণ করেন। এবং তিনজন কীভাবে একে অপরের পাশে থেকে কঠিন মুহূর্তের সঙ্গে লড়াই করেছেন সেই কাহিনীও শোনান। তারা বরাবর একে অপরের প্রতি পারস্পরিক নির্ভরতার কথা বলেন। অথচ ৩ ভাইবোনের মধ্যে যে সমস্যা চলছিল, এবং সেটা যে এত গভীর সেটা টেরও পাওয়া যায়নি।
আরও পড়ুন : কুমার শানুর মেয়েরা কী করেন? কীভাবে চলে সংসার?
আরও পড়ুন : নেহা কক্কর থেকে অরিজিত সিং, রিয়েলিটি শোয়ের এই ৭ ফ্লপ তারকাই আজ কাঁপাচ্ছে বলিউড
ভাঙ্গন ধরেছে আরমান মালিকের পরিবারেও
তবে শুধু কক্কর পরিবারেই নয়, এমন ভাঙ্গন ধরা পড়েছে গায়ক আরমান মালিকের পরিবারেও। আরমান মালিকের ছোট ভাই আমাল মালিকও সম্প্রতি একই ধরনের পোস্ট করেছিলেন। তিনি জানান তার সঙ্গে বাবা ও মা ডাবু মালিক এবং জ্যোতি মালিকের সম্পর্কের টানাপোড়েন চলছে। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি সেই পোস্ট মুছে ফেলেন। অন্যদিকে বিতর্ক এগোতে সোনুও তার পোস্ট মুছে ফেলেছেন। তবে তাতে কক্কর পরিবারকে নিয়ে চর্চা থেমে নেই।