নেহা কক্কর থেকে অরিজিত সিং, রিয়েলিটি শোয়ের এই ৭ ফ্লপ তারকাই আজ কাঁপাচ্ছে বলিউড 

রিয়েলিটি শোয়ের (Reality Show) মঞ্চ থেকেই বহু প্রতিভার বিকাশ ঘটেছে। নাচ কিংবা গানের এই শো থেকেই উঠে এসেছেন অনেক তারকা। তবে রিয়েলিটি শোয়ের টপাররাই যে শুধু তারকা হয়েছেন এমনটা নয়। অরিজিৎ সিং, নেহা কক্করদের মত এমন অনেক গায়ক রয়েছেন যারা শো চলাকালীন মাঝপথেই বেরিয়ে যান। কিন্তু শো থেকে বাদ পড়লেও তারা তাদের মনোবল হারাননি। পরে গান গেয়ে সকলেই হয়েছেন সুপারস্টার। এই প্রতিবেদনে রইল তেমনই ৭ জন তারকার পরিচয় (7 superstar rejected from reality show)।

জুবিন নটিয়াল (Zubeen Nautiyal) : ইন্ডিয়ান আইডল এর মঞ্চে প্রথম গান শোনাতে এসেছিলেন জুবিন। তিনি ছিলেন এই শোয়ের প্রতিযোগী। সেরা ২৫ জন প্রতিযোগীর মধ্যে জুবিন নটিয়ালকে বাছাই করেছিলেন বিচারকরা। কিন্তু খুব তাড়াতাড়িই আবার তিনি বাদ পড়ে যান প্রতিযোগিতা থেকে। তবে শো থেকে বেরিয়ে তার যাত্রা শেষ হয়নি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল। গান গেয়েই এরপর তারকা হয়ে ওঠেন জুবিন।

অরিজিৎ সিং (Arijit Singh) : বলিউডের এই প্রখ্যাত গায়কও গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ এর‌ একজন প্রতিযোগী ছিলেন। প্রতিযোগিতার একেবারে শেষ পর্যন্ত টিকেছিলেন অরিজিৎ। সেরা তিনের মধ্যে উঠে এসেছিল তার নাম। কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে কম ভোট পেয়ে তিনি আউট হয়ে যান। এরপর জুবিনের মত অরিজিৎও গান নিয়ে নতুন করে যাত্রা শুরু করেন। আজ হিন্দি বাংলা মিলিয়ে গোটা ভারতের কাছে সংগীতের বড় মহারথী হিসেবে সুনাম পেয়েছেন তিনি।

ভূমি ত্রিবেদী (Bhoomi Trivedi) : ২০০৫ সালের ইন্ডিয়ান আইডলের সিজন ৫ এ অংশ নিয়েছিলেন ভূমি। তিনি এই প্রতিযোগিতার মঞ্চ থেকে একের পর এক সাফল্য পেতে থাকেন। এমনকি তিনি প্রথম রানার আপও হতে পেরেছিলেন। শো জিততে না পারলেও আফসোস ছিল না ভূমির। কারণ এই প্রতিযোগিতার মঞ্চ থেকে বেরিয়ে তিনি বলিউডে প্লেব্যাক গাওয়ার সুযোগ পান।

তোশি সাবরি (Toshi Sabri) : তোশি ২০০৭ সালে আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়াতে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছিলেন। তিনি সেরা দশের মধ্যে জায়গা করে নেন। কিন্তু সেরা ৫ এ পৌঁছানোর আগেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় প্রতিযোগিতা থেকে। তবে এখন বলিউডে একজন সংগীত পরিচালক এবং গায়ক হিসেবে তার বেশ নামডাক রয়েছে।

মোনালি ঠাকুর (Monali Thakur) : বলিউড তথা টলিউডের তারকা গায়িকা হিসেবে মোনালি ঠাকুর নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ২০০৫ সালে ইন্ডিয়ান আইডল সিজন ২তে অংশ নিয়েছিলেন তিনি। সেরা দশের মধ্যে নাম থাকলেও মোনালিকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই সময় ব্যর্থতার অবসাদ গ্রাস করেছিল তাকে। তবে এরপরই বলিউডে প্লেব্যাক দিয়ে নতুন করে শুরু হয় তার কেরিয়ার।

নেহা কক্কর (Neha Kakkar) : ইন্ডিয়ান আইডলের সিজন ২তে নেহা কক্করকে রীতিমত অপমান করে বাদ দিয়েছিলেন বিচারকরা। তবে নেহার ভাগ্যে সংগীতের দুনিয়ার সুপারস্টার হওয়াটাই লেখা ছিল। ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে খালি হাতে ফিরলেও পরে নেহা নিজেকে সঙ্গীতের দুনিয়ার যোগ্য বলে প্রমাণ করেন।

বিশাল মিশ্র (Vishal Mishra) : ২০১৪ সালের ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী ছিলেন বিশাল। সেরা দশের মধ্যে জায়গা পেলেও পরে গানের কিছু ভুল ত্রুটির জন্য বিশালকে বাদ দিয়ে দেওয়া হয়। শো থেকে বেরিয়ে বলিউডের প্লেব্যাক গাওয়ার সুযোগ পান বিশাল। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। রিয়েলিটির শোতে ফ্লপ হলেও বিশাল বলিউডের গায়ক হিসেবে সাফল্য পেয়েছেন।