What The Great Khali Eats Daily : আজ গোটা পৃথিবী চেনে ভারতের দ্য গ্রেট খালিকে (The Great Khali)। তিনি হলেন পৃথিবী বিখ্যাত একজন রেসলার। তার এমন আকাশ ছোঁয়া খ্যাতি তৈরি হয়েছিল ‘ডব্লিউ ডব্লিউ ই’ (WWE) নামক একটি রেসলিং প্রতিযোগিতার টিভি শো থেকে। তিনি এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। পৃথিবী বিখ্যাত তারকা রেসলারদের কুপোকাত করেছিলেন তার শক্তি দিয়ে।
উচ্চতায় প্রায়ই ৭ ফুট ১ ইঞ্চির এই মানুষটা কিন্তু দ্য গ্রেট খালি হয়ে জন্ম নেননি। তার আসল নাম দলিপ সিং রানা। তিনি হিমাচল প্রদেশের একটি গ্রামের দিন আনা দিন খাওয়া একটি পরিবারে জন্মেছিলেন। ছোট থেকেই অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। সেই তিনিই দ্য গ্রেট খালি হয়ে আন্ডারটেকার, কেন থেকে জন সিনার মত পৃথিবী বিখ্যাত ফাইটারদের হারিয়েছেন নিমেষে।
বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন খালি। তার এমন লম্বা-চওড়া শরীর ধরে রাখার পেছনে মেইন্টেনেন্সও কিছু কম নয়। সাধারণ মানুষের থেকে প্রায় ১০ গুণ বেশি খাবার খান তিনি। সাধারণ মানুষের সঙ্গে তার জীবনযাত্রার অনেক পার্থক্যও রয়েছে। আজ এই প্রতিবেদনে রইল ভারত বিখ্যাত এই কুস্তিগীরের খাদ্য তালিকা।
ভারতের এই রেসলারের দৈহিক ওজন ১৫০ থেকে ১৬০ কেজির মধ্যে। তার পায়ের মাপের জুতো কিনতে হলে ২০ নম্বর জুতো নিতে হয়। প্রতিদিন তিনি কী কী খান জানেন? এমন লম্বা চওড়া শরীর ধরে রাখতে তাকে রোজ খেতে হয় ৫৫ টি ডিম, ৫ কেজি মুরগির মাংস, ১০ লিটার দুধ। এখানেই শেষ নয়, রোজ ৬০ থেকে ৭০ টা বাটোরা তিনি নিমেষে শেষ করে ফেলেন।
খালির ফেভারিট খাবার হল চিকেন কষা এবং ডিমের তরকারি। তিনি যে শুধু খেতে পারেন তাই নয়, তিনি খুব ভাল খাবার রান্নাও করতে পারেন। দুনিয়াজোড়া নামডাক তার। তবে বাড়িতে তিনি একেবারেই ফ্যামিলি পার্সন। তিনি তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে সুখে সংসার করছেন।
খালি এবং তার স্ত্রী হরমিন্দার কৌর ২০১৪ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন। তার নাম তারা রেখেছেন অ্যাভলিন রানা। মেয়ের বয়স এখন ১০ বছর। বড় হলে মেয়েকেও রেসলার বানাতে চান খালির স্ত্রী। খালি তার পরিবার এবং কন্যার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।