বাবার দয়ায় অভিনেতা নয়, প্রসেনজিতের ছেলে কী হতে চান? জানলে বাঙালিদের গর্বে ভরবে বুক

Prasenjit Chatterjee`s Son Trishanjit`s Dream Job : বাবা টলিউড (Tollywood) -এর খোদ ইন্ডাস্ট্রি। উত্তম কুমার পরবর্তী সময়ে টলিউডকে কমার্শিয়াল ছবির বাজারে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ছিল তার। প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) -র ছেলে তৃষাণজিৎ চ্যাটার্জী (Trishanjit Chatterjee) কবে পর্দায় অভিনয় করতে নামবেন এখন তার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। বাবার মতই হ্যান্ডসাম তৃষানজিৎ ওরফে মিশুক টলিউডের আগামী প্রজন্ম হয়ে উঠতে পারে।

বলিউড এবং টলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা সন্তান রয়েছেন যারা বাবা-মায়ের দেখানো পথ অনুসরণ করেছেন। সুপারস্টারের ছেলেমেয়েদের মধ্যেও ভবিষ্যতে সুপারস্টার হওয়ার বাসনা থাকে। অনেকেই মনে করছেন প্রসেনজিৎ চ্যাটার্জীর ছেলেও বাবাকে অনুসরণ করবেন। কিন্তু সত্যিই কি বাবার মত অভিনেতা হতে চান মিশুক?

PRASENJIT AND TRISHANJIT

প্রসেনজিতের কথায় তার ছেলে এখনও পড়াশোনা করছেন। তিনি ভবিষ্যতে কেরিয়ার হিসেবে অভিনয়কেই বেছে নেবেন কিনা সেটা নিয়ে ভাবেননি এখনও। বরং তিনি বরাবর ফুটবল খেলার প্রতি বেশি আগ্রহ অনুভব করেন। তিনি আর্জেন্টিনা এবং মেসির ভক্ত। বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকাকে ঈশ্বরের মত পূজো করেন মিশুক।

প্রসেনজিৎ চ্যাটার্জীর স্ত্রী অর্পিতা চ্যাটার্জী (Arpita Chatterjee) -র কথায় তাদের ছেলে পেশাদার ফুটবলার হতে চান। বাবা-মা অভিনয় করেন বলেই যে ছেলেকেও কেরিয়ার হিসেবে অভিনয়ের পথে আসতে হবে তার কোনও মানে নেই। অর্পিতা মনে করেন এখনকার তরুণ প্রজন্ম অনেকটাই বেশি পরিণত। জীবনে তারা কী চাইছে সেই বিষয়ে তাদের ধারণা রয়েছে। যদি তাই হয় তাহলে ভবিষ্যতে বাংলা এক তারকা ফুটবলার পেতে পারে।

PRASENJIT AND TRISHANJIT

অন্যদিকে প্রসেনজিত তার ছেলের সম্পর্কে বলেছেন, মিশুকের বয়স এখন সবে ১৮। আরও ২ বছর যাক। তারপর এই বিষয়ে চিন্তা-ভাবনা করে দেখবেন। কিন্তু তিনি নিশ্চিত মিশুক ভবিষ্যতে তার মতই অভিনয় দুনিয়াতে পা রাখবেন। প্রসেনজিতের কথায় তিনি ছেলের মধ্যে অভিনেতা হওয়ার আভাস পেয়েছেন।

PRASENJIT AND TRISHANJIT

আরও পড়ুন : কাকে বেশি ভয় পান প্রসেনজিৎ? বুম্বাদার গোপন সিক্রেট ফাঁস করে দিলেন রচনা

প্রসেনজিৎ এও বলেছেন ছেলের ডেবিউতে তিনি সবরকম সাহায্য করবেন। ‘প্রসেনজিৎ’ হওয়ার সমস্ত সুবিধা নেবেন তিনি ছেলের জন্য। বর্তমানে প্রসেনজিৎ এখন আর শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজোড়া খ্যাতি হয়েছে তার। দেশের সব সিনে ইন্ডাস্ট্রি তাকে সম্মান করে। ছেলেকে অভিনেতা হওয়ার ট্রেনিং তিনিই দেবেন।

আরও পড়ুন : দেবশ্রীকে ডিভোর্স কেন দিয়েছিলেন প্রসেনজিৎ? সত্যিটা জানিয়ে মুখ খুললেন অভিনেতা