Moye Moye কথার মানে কি? কেন এত ভাইরাল এই গান?

Moye Moye ট্রেন্ড নিয়ে এত মাতামাতি কেন? Moye Moye মানে কি?

সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোন গান বা শব্দ যদি ভাইরাল হয়ে যায় তাহলে সেই ট্রেন্ড ফলো করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ময়ে ময়ে শব্দ দুটি। এই শব্দ দুটি ব্যবহার করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও এবং মিম তৈরি হয়েছে কিন্তু এই শব্দ দুটির আসল অর্থ কি জানেন?

জানা গেছে, ময়ে ময়ে কোন শব্দ নয় বরং এটি সার্বীয় ভাষার রচিত একটি গান। কথাটি ময়ে ময়ে নয়, ‘মোজে মোরে’ (Moje More)। সার্বিয়ান উচ্চারণে তা আসলে ‘মোয়ে মোরে’। মূল গানটির নাম ড্যানাম । দৈর্ঘ্য ২ মিনিট ৫৪ সেকেন্ড। গানটি গেয়েছেন সার্বিয়ার গায়িকা এবং সুরকার তেয়া দোরা। গানের কথা লিখেছেন তেয়া দোরা ও সার্বীয় র‍্যাপার স্লোবোদান ভেলকোভিক কোবি। অপরদিকে এতে সুর দিয়েছেন লোকা জোভানোভিক।

MOYE MOYE

গত ২২ মার্চ সার্বিয়ার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান রেইম এবং জুনির বেতারের ব্যানারে ইউটিউব এবং স্পটিফাইতে এই গানটি রিলিজ হয়। গানটির ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স সংখ্যা ৪ কোটি ৭০ লক্ষ। গানটি রিলিজের ৬ সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এখনো tiktok – এ এই গানের ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্পটিফাইতে প্রায় সাড়ে ৭ কোটি বার শোনা হয়েছে গানটি।

তবে যে গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মিম তৈরি হয়েছে সেই গানটি কিন্তু একেবারে অন্য একটি প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। গানের কথা এবং সুরে মিশে রয়েছে কষ্ট। মরে শব্দটির সার্বীয় ভাষায় অর্থ হল দুঃস্বপ্ন। গানটিতে লেখা হয়েছে, ত্রিশোর্ধ এক ব্যক্তিকে নিয়ে, যিনি বহু সম্পর্কে জড়ালেও মনের মত কখনো সঙ্গী পাননি। সকলেই তাকে ছেড়ে দিয়েছেন একে একে।

MOYE MOYE

আরও পড়ুন : বিয়ে করলেন সন্দীপ্তা সেন, মালাবদল থেকে সিঁদুর দান, দেখুন বিয়ের ছবি গ্যালারী

এই গানে শিল্পী বলতে চাইছেন, একটি দুঃস্বপ্ন তাকে দিনের পর দিন তাড়া করে বেড়াচ্ছে। হতাশা এবং বিচ্ছিন্নতা গ্রাস করছে তাকে। নিজেকে ভীষণ অসহায় মনে করছেন শিল্পী। কিন্তু এত কিছুর পরেও তিনি বাঁচতে চান। তিনি চান, কেউ তার পাশে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে দিক। কেউ তার মাথায় হাত বুলিয়ে সান্তনা দিক, তাকে বুঝুক।

আরও পড়ুন : ‘বন্ধুর বউ চুরি’ করে বিয়ে, এবার হানিমুন! দেখুন পরম-পিয়ার মধুচন্দ্রিমার ছবি

MOYE MOYE

আরও পড়ুন : ‘চুরির টাকায় মালদ্বীপে ফুর্তি’! কৌশানী মুখার্জীকে ধুয়ে দিল নেটিজেনরা

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা পুলিশ এবং দিল্লি পুলিশ তাদের সতর্কতামূলক পোস্টে এই শব্দ দুটিকে ব্যবহার করছেন। আয়ুষ্মান খুরানার মত একাধিক তারকও তাদের কনসার্টে গেয়ে চলেছেন এই গানটি। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গায়িকা তেয়া দোরা সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “এই গানটিকে এত ভালোবাসার জন্য ভীষণ ধন্যবাদ। সার্বিয়ার মিউজিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে দেখে ভীষণ ভালো লাগছে।”

আরও পড়ুন : বিছানায় ঘনিষ্ঠ রণবীর-রশ্মিকা! অনলাইনে ফাঁস দুই তারকার মিলন দৃশ্য