কথাতেই আছে নামে কী এসে যায়? কিন্তু যখন আপনি সেলিব্রিটি তখন অবশ্যই আপনার নাম এবং পদবী একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। অনেকেই অভিনয়ে আসার আগে নিজের নাম পরিবর্তন করে ফেললেও পদবী কিন্তু পরিবর্তন করেন না কেউই। কিন্তু আপনি কি জানেন, এমন একজন টেলি অভিনেতা আছেন, যিনি তার আসল পদবীর কথা জানেনই না। এই অভিনেতা হলেন বাংলা ধারাবাহিকের অন্যতম বিখ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)।
অভিনেতা এখন সিঙ্গেল
‘গুড্ডি’ ধারাবাহিকের হাত ধরে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন তা এখনও বর্তমান। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে। অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন তিনি সিঙ্গেল। এই মুহূর্তে নিজের কাজেই ফোকাস রাখতে চান তিনি।
অভিনেতা হওয়ার আগে রণজয় বিষ্ণু ছিলেন চিত্রশিল্পী
অনেকেই জানেন না, অভিনয় জীবনে আসার আগে তিনি ছিলেন একজন চিত্র শিল্পী। আঁকা শিখিয়ে রোজগার করতেন তিনি। যদিও পরবর্তীকালে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন তিনি, কিন্তু আজও সময় পেলেই বসে পড়েন রং তুলি নিয়ে।
পদবী না বরং বিষ্ণু হল উপাধি
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার আসল নাম রণজয় বিষ্ণু না। বিষ্ণু হল তার পারিবারিক উপাধি। অভিনেতা ঠাকুরদা জহরলাল নেহেরু ইন্টারপ্রেটর ছিলেন। সেখান থেকেই এই বিষ্ণু উপাধি পান অভিনেতা ঠাকুরদা। স্বাভাবিকভাবেই বংশ-পরম্পরায় এই উপাধি পেয়ে যান উত্তরাধিকারীরা।
রণজয় বিষ্ণুর আসল পদবী কী?
বিষ্ণু যদি উপাধি না হয়ে থাকে তাহলে আসল পদবী কী? এই কথা জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, “আমি নিজেও জানি না আসল উপাধি কী। বাড়িতে জিজ্ঞেস করতে হবে। চৌধুরী বা মজুমদার হতে পারে। সঠিক জানা নেই।”
আরও পড়ুন : জামা-কাপড় বদলানোর মত বদলাচ্ছে প্রেমিক! প্রাক্তন সোহিনীকে ধুয়ে দিলেন রণজয়
আরও পড়ুন : সিরিয়ালের ‘ডাক্তার সূর্য’ বাস্তবে কেমন ছাত্র ছিলেন? ফাঁস হল দিব্যজ্যোতি দত্তর স্কুলের রেজাল্ট
প্রসঙ্গত, বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। রণজয়ের বিপরীতে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। পাহাড়ি মেয়ে শ্যামলীর চরিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে মাকে বাঁচাতে একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করছে অনিকেত এবং শ্যামলী। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা নিয়েই এগোবে গল্প।