How World Richest Industrialists Look If They Were Women : বর্তমানে বিশ্বসেরা ধনকুবেদের মধ্যে বেশিরভাগজনই হলেন পুরুষ। কিন্তু মুকেশ আম্বানি, ইলন মাস্ক থেকে শুরু করে জেফ বেজস, বিল গেটস, রতন টাটাদের মত বিশ্বসেরা ধনকুবেররা যদি মহিলা হতেন, তাহলে তাদের কেমন দেখতে হত? আজকের এই বর্তমান উন্নত প্রযুক্তি সম্পন্ন AI-এর কল্যাণে মহিলা অবতারে ধরা দিলেন সেই শিল্পপতিরা। এক নজরে দেখে নিন মহিলারূপে কেমন দেখতে লাগছে তাদের।
জ্যাক মা (Jack Ma) : আলিবাবা গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ও চীনের সবথেকে শক্তিশালী এবং ধনী ব্যক্তি হলেন জ্যাক মা। প্রখ্যাত এআই শিল্পী শহীদ মিডজার্নি টাকা একজন মহিলা হিসেবে চিত্রিত করেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন জ্যাকুলিন মা। নারী হিসেবে তাকে ঠিক এমনই দেখতে লাগত।
জেফ বেজোস (Jeff Bezos) : ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহিলা রূপ বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার চেহারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে জেনিফার বেজোস।
বিল গেটস (Bill Gates) : বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস। মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা তিনি। তাকেও একজন মহিলা হিসেবে একে ফেলেছেন মিডজার্নি। তার নাম পরিবর্তন করে বিল গেটস থেকে বেলা গেটস রাখা হয়েছে।
রতন টাটা (Ratan Tata) : ভারতের জনপ্রিয় ব্যাবসায়ী তথা টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটারও মহিলা চিত্র রূপ এঁকে সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে। মহিলা হলে তাকে ঠিক এরকমই দেখতে লাগত। তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে রত্না টাটা।
আরও পড়ুন – ১৫০০ কোটির বাড়ি এই কর্মচারীকে উপহার দিলেন মুকেশ আম্বানি, তিনি কি করেছেন জানেন?
মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) : ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গকে কে না চেনেন? তাকেও একজন মহিলা হিসেবে কল্পনা করে আঁকা হয়েছে এই ছবি। সেই সঙ্গে তার নাম পরিবর্তন করে মার্ক জুকেরবার থেকে মারিয়া জুকেরবার্গ রাখা হয়েছে।
আরও পড়ুন – বেতন মাসে ২ লাখ, বিদেশে পড়ে সন্তানরা, মুকেশ আম্বানির কর্মচারীরা আর কী কী সুবিধা পান?
ইলন মাস্ক (Elon Musk) : টেসলা এবং টুইটার কোম্পানির মালিক ইলন মাস্ক বর্তমানে বিশ্বের একজন অন্যতম বড় শিল্পপতি। তাকে একজন মহিলা হিসেবে কল্পনা করে এইরূপে চিত্রিত করা হয়েছে। সেই সঙ্গে তার নাম পরিবর্তন করে তার মহিলা চিত্রের নাম ইলোনা মাস্ক রাখা হয়েছে।
আরও পড়ুন – ৬০ পেরিয়েও ২০ এর গ্ল্যামার! যৌবন ধরে রাখতে রোজ এই খাবার খান নীতা আম্বানি
মুকেশ আম্বানি (Mukesh Ambani) : এই তালিকার সর্বশেষ সংযোজন হলেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান যদি মহিলা হতেন তাহলে তাকে দেখতে ঠিক এরকম লাগত। তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মুসকান আম্বানি।