সলমানকে ছোবল দেওয়া সাপটির সঙ্গে শেষমেশ কী হল, জানালেন বাবা সেলিম খান

২৭শে ডিসেম্বর, সালমান খানের (Salman Khan) জন্মদিন আজ। তবে জন্মদিনের মাত্র কয়েক ঘণ্টা আগেই বেশ বড়সড় ফাঁড়া কাটালেন সালমান। নিজের ফার্ম হাউসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়েই সাপের কামড় খেলেন তিনি! তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যদিও প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে বিপদমুক্ত বলেই ঘোষণা করেছেন। ঘরের ছেলে ফিরে এসেছেন ঘরে।

জন্মদিনের আগে পানাভেল ফার্ম হাউসে বন্ধুবান্ধবদের নিয়ে বাগানে বসে গল্প করছিলেন সালমান খান। ঠিক তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। তড়িঘড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ছুটে যান সালমান খান। তবে চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন এই সাপটি বিষাক্ত ছিল না। সালমানকে সাপে কামড়ানোর খবর শুনে যতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তার অনুরাগীরা, চিকিৎসকদের মুখে আশ্বাস বাণী শুনে স্বস্তি ফিরেছে তাদের মনে।

সালমানকে সাপে কামড়ানোর খবর বাড়িতে পৌঁছাতেই সকলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। সংবাদমাধ্যম মারফত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সালমানের অনুরাগীরাও। তবে সাঁপটি বিষধর না হওয়াতে এ যাত্রায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন সালমান। সেই রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি ফার্ম হাউসে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেন। আপাতত তিনি ভালই আছেন বলে জানিয়েছেন বাবা সেলিম খান।

সালমান আপাতত সুস্থ। কাজেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন খান পরিবারের সদস্যরাও। সালমানের বাবা সেলিম খান সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, “যখন ঘটনাটি ঘটে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। সলমনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই ইঞ্জেকশন দেওয়ানোর জন্য। এই ক্ষেত্রে সেটি খুব জরুরি। ভাগ্যিস সাপটির বিষ ছিল না।” সেলিম খান জানিয়েছেন সালমানকে কামড়ানো সাপটিকে কোনওরকম ক্ষতি করা হয়নি। তাকে জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে সেলিম খান বলেন, “আমি শুরুতেই বলেছিলাম, সাপটির বিষ নেই। পরে যখন জানতে পারলাম সেটিই সত্যিই, তখন আমাদের খামারবাড়ি থেকে নিরাপদ দূরত্বে এক জায়গায় ছেড়ে আসা হয় সাপটিকে।”

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সালমানের ফার্ম হাউসে বিছে আর সাপের উপদ্রব। সেলিম খান জানিয়েছেন প্রায়শই ফার্ম হাউসের কর্মচারীরা সাপ আর বিছের কামড় খেয়ে থাকেন। ফার্ম হাউসের আশে পাশের জঙ্গলে যে সাপগুলি রয়েছে সেগুলি বিষধর নয় বলেই জানাচ্ছেন সেলিম খান। সালমানকে সাপে কামড়ানোর পর ছুটে এসে সাপটিকে ধরে ফেলেছিলেন ফার্ম হাউসের কর্মচারীরা। সেলিম জানিয়েছেন, “আমি কর্মচারীদের বলে রেখেছিলাম যে সাপ বিষধর না হলে যেন না মারা হয়। যখন জানা গেল যে সাপটিতে বিষ ছিল না তখন ওটাকে জঙ্গলে ছেড়ে আসা হয়। ফার্ম হাউস থেকে নিরাপদ দূরত্বে।”