রূপে নায়িকাদের ১০ গোল দেবে, সঞ্জয় দত্তের মেয়ে কত সুন্দরী হয়েছে দেখুন

Sanjay Dutt Daughter : বলিউড (Bollywood) অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) -কে কে না চেনেন? নায়ক এবং খলনায়ক, যদি একই অভিনেতার মধ্যে চরিত্রের দুই শেডস খুঁজতে হয় তাহলে সবার আগে সঞ্জয় দত্তের নামটাই মনে পড়ে। এখন শুধু বলিউড ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নন তিনি, তিনি প্যান ইন্ডিয়া সুপারস্টার। একইভাবে তার প্রয়াত স্ত্রী রিচা শর্মা (Richa Sharma)ও ছিলেন একজন নামী অভিনেত্রী। তাদের একমাত্র মেয়ে ত্রিশলা দত্ত (Trishala Dutt) রূপে বলিউড নায়িকাদের দশ গোল দিতে পারেন।

বাবা সুপারস্টার, মা-ও ছিলেন বলিউডের একজন জনপ্রিয় নায়িকা। ত্রিশলাও তাই ছোট থেকেই অভিনয় করতে চাইতেন। বড় হয়ে অভিনেত্রীই হতে চাইতেন নার্গিস (Nargis) এবং সুনীল দত্ত (Sunil Dutt) -র নাতনি। সুপারস্টার ফ্যামিলির মেয়ে হওয়ার সুবাদে চাইলে তিনিও আসতে পারতেন এই ইন্ডাস্ট্রিতে। সৌন্দর্যের নিরিখে তিনি বলিউড নায়িকাদের থেকে কিছু কম যান না। তবে মেয়েকে এই পথে আসতে বাধা দেন বাবা।

Trishala Dutt

রিচার মৃত্যুর পর ত্রিশলার কাছে সব থেকে কাছের মানুষ তার বাবা। মায়ের মৃত্যুর পর বাবা আবার বিয়ে করলেও বাবা-মেয়ের বন্ডিংটা নষ্ট হয়নি। মেয়ে যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন বাবার কাছে তখন সঞ্জয় তাকে বাধা দেন। কেন জানেন? কারণ মেয়েকে নিয়ে তার আলাদা পরিকল্পনা ছিল। সঞ্জয় চাননি তার মেয়ে অভিনয়কে পেশা করে নিন। তার কারণটাও ফাঁস করেছেন অভিনেতা।

সঞ্জয় দত্ত তার জীবনের বেশিরভাগ সময়টাই বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন। সুপারস্টারের ছেলে হওয়ার কারণে ছোট থেকেই তিনি খুব কাছ থেকে চিনেছিলেন এই ইন্ডাস্ট্রিকে। তারকা সন্তানদের মধ্যে সাধারণত বাবা-মায়ের পথ অনুসরণ করার প্রবণতাই লক্ষ্য করা যায়। যেমনটা করেছিলেন সঞ্জয়ও। কিন্তু সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেনসিক সায়েন্স নিয়ে তার উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন।

Trishala Dutt

সঞ্জয় তার মেয়েকে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, “আমার মনে হয় ত্রিশলা তার কেরিয়ারে ভালই এগিয়ে যাচ্ছে। এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তাছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।” সঞ্জয় চেয়েছিলেন তার মেয়ে পড়াশোনা করে এফবিআই (ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) অফিসার হবেন। কিন্তু সেটা হয়নি।

Trishala Dutt

আরও পড়ুন : হানিমুনে করিশ্মাকে বন্ধুদের কাছে বিক্রি করে দেন! স্ত্রীর ‘রেট’ ধরে নিলামে তুলেছিলেন স্বামী

বলিউডে পা রাখার পর তারকা সন্তানরা সকলেই যে প্রতিষ্ঠিত হতে পারেন এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারকা হওয়ার পথে এগোতে গিয়ে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে মাঝপথেই। সঞ্জয় তার মেয়েকে এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাননি। এখন তিনি আমেরিকাতে সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন।

আরও পড়ুন : রূপে যেন লক্ষ্মী প্রতিমা, শচীন-সৌরভ-কুম্বলেদের মেয়েরা এখন কত সুন্দরী হয়েছে দেখুন