কিশোরকুমারের বিলাসবহুল বাংলো কিনলেন বিরাট-অনুষ্কা, জানেন কত টাকায় বিক্রি হল?

ভারতীয় ক্রিকেট দলের একজন কিংবদন্তি খেলোয়াড় হলেন বিরাট কোহলি (Virat Kohli)। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ নাকি আকাশছোঁয়া। বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma), তাদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩০০ কোটি টাকা। সম্পত্তির পরিমাণ একের পর এক বাড়িয়েই চলেছেন তারা। গাড়ি, বাড়ি থেকে রেস্তোরাঁ, কিনেই চলেছেন একের পর এক।

কিছুদিন আগেই বিরাট কোহলি কিশোর কুমার (Kishore Kumar) এর বিলাসবহুল বাংলো কিনেছেন। মুম্বাইয়ের জুহু বিচের কাছে অবস্থিত এই বাংলো ছিল কিশোর কুমারের বড়ই প্রিয়। রাজপ্রাসাদের মত সেই বাংলো কিনে ফেলে সেখানে নতুন রেস্তোরাঁ খুলে ফেলেছেন বিরাট। তার এই নতুন রেস্টুরেন্টের নাম One8Commune

KISHORE NUMAR BANGLOW

গত বছর কিশোর কুমারের গৌরীগুঞ্জ বাংলোটি ১৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন বিরাট কোহলি। তারপর সেটির কিছু পরিবর্তন করে তিনি একটা বিরাট রেস্তোরাঁ খুলে ফেলেছেন যেখানে প্রধানত উত্তর ভারতীয় এবং ভূমধ্যসাগরীয় খাবার দাবার পাওয়া যায়। সম্প্রতি বিরাট কোহলি ইউটিউবে একটি সাক্ষাৎকারে তার নতুন রেস্টুরেন্ট সম্পর্কে মুখ খুলেছিলেন।

ইউটিউবের একটি ভিডিওতে মনিশ পলের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় বিরাট তার রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলেন। তিনি রেস্টুরেন্ট সম্পর্কে নিজের মনের কথা খুলে বলেন। বর্তমানে এই রেস্তোরাঁর চেইন তৈরি হয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লি, কলকাতা এবং পুনেতেও রয়েছে এর আউটলেট।

KISHORE NUMAR BANGLOW

কিশোর কুমার সম্পর্কে বলতে গিয়ে বিরাট এক জায়গায় বলেছেন, “ওনার গান আমার হৃদয় ছুঁয়ে যায়। এক ব্যক্তি আমায় জিজ্ঞেস করেছিলেন আমি কার সঙ্গে দেখা করতে চাই। আমি সেই সময়ে কিশোরদার নাম নিতে চাইতাম তার কারণ উনি একজন অসামান্য ব্যক্তিত্ব।” বিরাট এরপর কিশোর কুমারের গাওয়া বিখ্যাত ‘মেরে মেহবুব কেয়ামাত হোগি’ গানটি গেয়ে শোনান।

KISHORE NUMAR BANGLOW One8commune

আরও পড়ুন : ৮০ কোটির বাংলো, ২০ কোটির ফার্ম হাউস, বিরাট-অনুষ্কার কাছে আছে বিশ্বের ১০ দামি বস্তু

বিজনেস টুডে রিপোর্ট অনুসারে, এই রেস্তোরাঁর একজন শেফ পবন বিস্ত বলেছেন, “ওয়ান এইট কমিউনের গন্তব্য এমন একজন ব্যক্তির সম্পত্তিতে বসে আছে যে বিশ্ব সংস্কৃতি এবং শিল্পকে প্রশংসিত করেছিল। শ্রদ্ধা হিসেবে, আমাদের রান্নাঘরের দরজার আড়াল থেকে বিশ্বের রান্নার প্রস্তাব দেওয়াই উপযুক্ত।”

আরও পড়ুন : বিরাট কোহলির শরীরের এই ১১টি ট্যাটুর মানে জানলে চমকে যাবেন