12th Fail-র নায়িকা আসলে কে? রইল নতুন জাতীয় ক্রাশের পরিচয়

12th Fail-র নায়িকা এখন নতুন জাতীয় ক্রাশ! রইল পর্দার ‘শ্রদ্ধা জোশি’র পরিচয়

প্রায় এক মাস আগে মুক্তি প্রাপ্ত ছবি 12th Fail কার্যত এই ‘আলফা মেলে’র ধুন্ধুমার অ্যাকশনের যুগেও মানুষের মনে দাগ কেটে গিয়েছে। এই সিনেমার গল্প আসলে আইপিএস মনোজ শর্মার বাস্তব জীবনের গল্প। তবে ছবির গল্প ছাড়াও নায়িকাকে নিয়ে বেশ চর্চা চলছে নেটপাড়ায়। বিক্রান্ত মাসের সঙ্গে এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মেধা শঙ্কর (Medha Shankar)।

মেধা শঙ্কর এই ছবিতে মনোজ শর্মার প্রেমিকা শ্রদ্ধা যোশীর ভূমিকাতে অভিনয় করেছেন। তিনি ছিলেন মনোজের সাপোর্ট সিস্টেম। এই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন মেধা। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য মুগ্ধ করেছে দর্শকদের। আজকের এই প্রতিবেদনে জানুন মেধার আসল পরিচয়।

Medha Shankar

মেধা শঙ্করের কর্মজীবন

উত্তরপ্রদেশের নয়ডাতে জন্মগ্রহণ করেন মেধা। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে তিনি ফ্যাশন ম্যানেজমেন্টের উপর মাস্টার্স করেছেন। মডেলিং এবং টেলিভিশনে বিজ্ঞাপন করে তার কেরিয়ার শুরু করেন। ২০১৯ সালে মুক্তি পায় তার প্রথম সিরিজ ‘বীচাম হাউস’। তিনি এই সিরিজে রোশেনারার ভূমিকাতে অভিনয় করেছিলেন। এরপর তিনি আরও বেশ কিছু সিরিজে অভিনয় করেছেন। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল দিল বেকারার।

মেধাশঙ্কর অভিনীত সিনেমা

মেধা শুধু একজন নায়িকা নন, হিন্দুস্তানি ক্লাসিকাল সংগীতে তার বেশ পারদর্শিতা রয়েছে। তিনি কমেডি এবং নাটকেও অভিনয় করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারীনী এই অভিনেত্রী। ২০১৫ সালে ‘উইথ ইউ ফর ইউ অলওয়েজ’ ছবি দিয়ে তিনি ক্যামেরার সামনে পা রাখেন। মাঝে দিল বেকারার এবং বীচাম হাউসে অভিনয় করেছিলেন। এরপর ২০২১ সালে তিনি শাদিস্তান নামের একটি সিনেমাতে অভিনয় করেন।

Medha Shankar

২০২২ সালে মুক্তি পায় মেধার আরেকটি ছবি ম্যাক্স মিন এন্ড মেওজ্যাকি। এরপর ২০২৩ সালে মুক্তি পেল 12th Fail। এই সিনেমা তাকে রাতারাতি বিখ্যাত করে তুলেছে গোটা দেশে। বিধু বিনোদ চোপড়ার এই সিনেমাটি নিঃসন্দেহে মেধার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়ে থাকবে। শুধু অভিনয় নয় এই সিনেমাতে গানও গেয়েছেন মেধা।

আরও পড়ুন : ‘জামাল কুদু’ গানের গায়িকা আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়

Medha Shankar

আরও পড়ুন : পেটের দায়ে টয়লেট পরিষ্কার করতেন! আজ দেশের সেরা নায়িকা এই অভিনেত্রী

মেধার সম্পর্কে পরিচালক বিধু‌ বিনোদ চোপড়া বলেছেন, “মেধা আসল দৃশ্যে গান গেয়েছেন। মেধাকে যখন আমি কাস্ট করছিলাম আমি এমন একটি মেয়েকে কাস্ট করতে চেয়েছিলাম যে গান গাইতে পারে। সিনেমাটিতে এটা শ্রেয়া ঘোষালের কন্ঠ নয়। মেধা শঙ্কর লোকেশনে দাঁড়িয়ে এই গান গেয়েছেন। এটা লোকেশন সাউন্ড।”