নতুন বছরটা বেশ ভালোই শুরু হয়েছে অভিনেতা বিক্রান্ত মাসের (Vikrant Massey)। সাম্প্রতিক বিক্রান্ত অভিনীত ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বক্স অফিসে। এই সিনেমাটির জন্য প্রথমবার ফিল্ম ফেয়ার পুরস্কারও পেলেন অভিনেতা। এবার ব্যক্তিগত জীবনে এলো খুশির হাওয়া। গত বুধবার বাবা হলেন বিক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় সেই কথা শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।
বিক্রান্ত এবং শীতলের লাভ স্টোরি
‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের প্রথম সিজনে স্ত্রী শীতল ঠাকুরের (Sheetal Thakur) সঙ্গে প্রথম আলাপ হয় বিক্রান্তের। সেখান থেকে ধীরে ধীরে শুরু হয় বন্ধুত্ব, প্রেম। ২০১৯ সালেই বাগদান পর্ব হয়ে যায়। কিন্তু মহামারীর কারণে বিয়ে পিছোতে থাকে। অবশেষে ২০২২ সালের ১৪ই ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিক্রান্ত এবং শীতল। ২০২৩ সালের ১৮ই জানুয়ারি হিমাচল প্রদেশে সামাজিকভাবে বিয়ে সারেন এই দম্পতি।
ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন গর্ভাবস্থার কথা
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে Instagram-এ একটি ছবি পোস্ট করেন বিক্রান্ত। ছবিতে দেখা যায়, বিক্রান্তের বিয়ের ছবি এবং তিনটি সেফটিপিন। তিনটি সেফটিপিনের মধ্যে দুটি বড় এবং একটি ছোট। ছবিটি ভাগ করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, “আমরা সন্তানসম্ভবা।” এই ভাবেই নিজেদের জীবনের সবথেকে বড় খুশির খবর তারা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে।
সন্তান আগমনের সুখবর দিলেন বিক্রান্ত-শীতল
গত বুধবার আসে সেই শুভক্ষণ। সোশ্যাল মিডিয়ায় একটি কার্ডের ছবি শেয়ার করেন অভিনেতা। কার্ডে লেখা ছিল, “০৭.০২.২০২৪। আমরা এক হলাম। আমাদের ছেলের আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দ এবং উচ্ছসিত। লাভ, শীতল আর বিক্রান্ত।” পোস্ট করার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই খবরটি। শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স।
View this post on Instagram
শুভেচ্ছা বার্তায় ভরে গেল কমেন্ট বক্স
অভিনেতার পোস্ট করা ছবিটিতে অভিনেত্রী শোভিতা ধুলিপালা লিখেছেন, “বাধাই হো!!” অভিনেত্রী রাশি খান্না লিখেছেন, “অভিনন্দন মাসে।” রসিকা দুগ্গল মন্তব্য করে লিখেছেন, “দারুন, অভিনন্দন বন্ধুরা। অনেক ভালোবাসা।” অভিনেত্রী ভূমি পেডনেকর একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। তাহিরা কাশ্যপ লিখেছেন, “অভিনন্দন।”
আরও পড়ুন : প্রেমে ব্যর্থ হয়ে IPS অফিসার! সিনেমার থেকে কম নয় ‘টুয়েল্ভ ফেল’ IPS অফিসারের জীবন
আরও পড়ুন : না চিঠি, না ফোন কল, শৌচাগারের বাইরে অভিনয়ের প্রস্তাব পান বিক্রান্ত মাসে
এই মুহূর্তে বিক্রান্ত ব্যস্ত ছোট্ট সন্তানকে নিয়ে। তবে খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি। বিক্রান্তকে দেখা যাবে রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরার সঙ্গে ‘দ্যা সবরমতি রিপোর্টে’ অভিনয় করতে। বালাজি মোশন পিকচারস নিবেদিত এই সিনেমাটি প্রযোজনা করছেন ভিকি ফিল্মস। আগামী ৩ রা মে বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি।