ছাভা শুধু ট্রেলার ছিল, সামনেই মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের দারুণ কিছু সিনেমা। যেগুলো ছাভার থেকেও বেশি সাফল্য পাবে। ২০২৫ সালের শুরুতেই মুক্তি পেয়েছে ভারতীয় বীর শিবাজীর ছেলে সম্ভাজির জীবনের উপর সিনেমা ছাভা। এই সিনেমা দিয়ে কার্যত গোটা ভারতে শোরগোল ফেলে দিয়েছেন ভিকি। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। এই সিনেমাটি ভিকির জীবনের অন্যতম বড় মাইলস্টোন হয়ে থাকবে। তবে আগামী দিনে আরও বড় বড় বাজেটের সিনেমা নিয়ে আসছেন তিনি। যেগুলো হবে সুপার-ডুপার হিট।
১. লাভ অ্যান্ড ওয়ার : ২০২৬ সালে মুক্তি পাবে লাভ এন্ড ওয়ার। সঞ্জয় লীলা বানসালির এই সিনেমাতে ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন আলিয়া ভাট। ভিকি এবং আলিয়ার জুটি এর আগে রাজি সিনেমাতেও দেখেছিলেন দর্শকরা।
২.মহাঅবতার : এরপর মুক্তি পাবে মহাঅবতার। ভগবান পরশুরামের উপর একটি মাইথোলজিক্যাল সিনেমা হতে চলেছে এটি। ম্যাডক্স সিনেমার প্রযোজনায় অমর কৌশিকের পরিচালনায় এই সিনেমাটি হতে চলেছে বলিউডের অন্যতম বড় সুপার-ডুপার হিট। ভিকি কৌশলকে এই প্রথমবার কোনও পৌরাণিক চরিত্র করতে দেখা যাবে।
আরও পড়ুন : এই সামান্য অপরাধে ক্যাটরিনাকে লাঠিপেটা করেন সালমান, দিয়েছিলেন চরম শাস্তি
আরও পড়ুন : ‘ছাবা’র অভিনেতারা কে কত টাকা পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
৩. এছাড়াও ভিকি কৌশলের হাতে আছে আরও একটি সিনেমা যার নাম জানা যায়নি। সিনেমাটি রাজকুমার হিরানি পরিচালনা করবেন। এছাড়া এই সিনেমা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। ছাভা মুক্তির আগেই এতগুলো সিনেমাতে সই করে ফেলেছেন ভিকি। ছাভা দেখার পর তার প্রতি দর্শকদের প্রত্যাশার মাত্রা চড়ছে।