‘পরিণীতা’ সিনেমার ললিতা হোক অথবা ‘ডার্টি পিকচার’-এর সিল্ক স্মিতা, যে কোন চরিত্রই বিদ্যা বালানের (Vidya Balan) অসামান্য অভিনয় দেখেছি আমরা। ৪০ বছর পেরিয়ে গেলেও তার গ্ল্যামার এখনও চোখে পড়ার মত। ৪০ পেরিয়েও যেন তিনি আরও বেশি সুন্দরী, আরও বেশি আত্মবিশ্বাসী। তার এমন গ্ল্যামারের রহস্য কী? এই প্রসঙ্গে একবার একটি সাক্ষাৎকারে বিদ্যা এমন মন্তব্য করেন যাকে কেন্দ্র করে আজও চর্চা তুঙ্গে।
একদিকে যেমন অন্যান্য অভিনেত্রীরা জিরো ফিগার নিয়ে ভীষণ চিন্তিত, সেখানে বিদ্যা বালান নিজের স্থূলতাকে সঙ্গে নিয়েই হয়ে উঠেছেন বলিউডের এক নম্বর অভিনেত্রী। বয়স কিংবা স্থূলতা নিয়ে কোনও মাথাব্যথাই নেই বিদ্যার। বরং তিনি তার মানসিকতা এবং গ্ল্যামারের নিরিখে টেক্কা দিতে পারেন অনেক অষ্টাদশীকেও। ৪০ পেরোলে মেয়েদের মনের অবস্থা কেমন হয়? অকপটে জানিয়েছেন অভিনেত্রী।
৪০ পেরানোর পর কী করে মেয়েরা?
বিদ্যা তার নিজস্ব উপলব্ধি থেকে সাক্ষাৎকারে বলেছিলেন, ৪০ পেরোনোর পর মেয়েরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। আরো বেশি দুষ্টু, আরো বেশি আবেদনময়ী হয়ে ওঠে। মেয়েদের সাধারণত লাজুক হতে শেখানো হয়। তাদের যৌনতা উপভোগ করার কথা বলা হয় না। কিন্তু মেয়েরা চল্লিশ পেরানোর পর আরও বেশি পরিপক্ক আরও বেশি বেপরোয়া হয়। আরও বেশী মজা করতে পারে।
আরও পড়ুন : গোপনে ছেলের জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য! বাবার পরিচয় নিয়ে তোলপাড় বলিউড
৪০ পেরানোর পর মেয়েদের মধ্যে কী বেড়ে যায়?
বিদ্যার কথায় ৪০ পেরানোর পর মেয়েদের মধ্যে বেপরোয়া ভাব বেড়ে যায়। সে তখন আর কোনও কিছুরই পরোয়া করতে চায় না। এটা দিনে দিনে বাড়তেই থাকে। এতে তার জীবনের মজা এবং আনন্দের মাত্রা বেড়ে যায়। এক বন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন তার বন্ধুর কথায় ৩৫ পেরোনোর পর মেয়েরা কোনো সম্পর্কে জড়াতে চান না। তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং জীবনকে উপভোগ করতে শুরু করেন। তবে বিদ্যা মনে করেন সেই সময়টা আসে আরও একটু পরে, ওই ৪০ বছর বয়সের পর।
আরও পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তে রেখা-অমিতাভ! হাতেনাতে ধরে দুজনকে উচিত শিক্ষা দেন জয়া
প্রসঙ্গত, বিদ্যা বলিউডের একজন অভিনেত্রী হলেও তার অভিনয় জীবন শুরু হয়েছিল টলিউডের হাত ধরেই। ২০০৩ সালে ‘ভালো থেকো’ নামক একটি সিনেমায় অভিনয় করে প্রথম বড় পর্দায় পা দিয়েছিলেন তিনি। যদিও তার আগে ১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ নামক একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে।