Uttam Kumar had proposed to Suchitra Sen : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম রোমান্টিক জুটি বললে প্রথমেই উত্তম কুমার (Uttam Kumar) এবং সুচিত্রা সেন (Suchitra Sen) -এর জুটির কথা মনে পড়ে যায় আপামর বাঙালির। পর্দায় একসঙ্গে অনেকগুলি ছবিতে অভিনয় করেছিলেন তারা। কখনও প্রেমিক-প্রেমিকা, তো কখনও স্বামী-স্ত্রী হয়েছেন পর্দায়। রোমান্স হোক বা ট্রাজেডি, উত্তম-সুচিত্রার জুটি মানেই ছবি হিট, এমনই কথার প্রচলন ছিল ইন্ডাস্ট্রিতে।
আজ এত বছর বাদেও উত্তম-সুচিত্রা জুটির কথা মানুষের মুখে মুখে ফেরে। তাদের পর ইন্ডাস্ট্রিতে আরও অনেক নতুন নতুন জুটির আবির্ভাব হয়েছে তবে তারা কিন্তু এভারগ্রিন এই জুটির জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেননি। শোনা যায় পর্দার পাশাপাশি নাকি বাস্তবেও সুচিত্রার প্রেমে পড়েছিলেন উত্তম কুমার। দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। কেন তাদের বিয়ে হয়নি জানেন?
Uttam Kumar And Suchitra Sen`s Relationship
উত্তম কুমার এবং সুচিত্রা সেন পর্দায় যেমন ভীষণ সাবলীল ছিলেন, বাস্তবেও তাদের মধ্যে খুব ভাল সম্পর্ক ছিল। ছবির শুটিং করতে করতেই তাদের সম্পর্কের গভীরতা বাড়ছিল। উত্তম কুমারকে আদর করে ‘উতু’ নামে ডাকতেন সুচিত্রা। আর উত্তম কুমার তাকে ডাকতেন রমা বলে। একদিন কথায় কথায় রমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন উত্তম কুমার। কিন্তু সুচিত্রা না করে দেন।
দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক যেমন গাঢ় ছিল, তেমনই মান-অভিমানও চলত। এমনকি একবার তাদের মধ্যে নাকি কথা বলাবলিও বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে পিছিয়ে গিয়েছিল একটি ছবির শুটিং। সুচিত্রা সেনের বাড়িতে বসে কথা বলার সময় উত্তম কুমার একবার তাকে বলেছিলেন, “রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হত!”
Uttam Kumar proposed Suchitra Sen for marriage
মহানায়কের মনের কথা আন্দাজ করে সুচিত্রা বলেন, “তবে একদিনও সেই বিয়ে টিকত না। তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতই। তার উপর তুমি চাইবে তোমার সাফল্য, আর আমি চাইব আমার। এরকম দুজন বিয়ে করলে সে বিয়ে খুব বাজেভাবে ভেঙ্গে যেত।” সুচিত্রার কথা শুনে কিন্তু রাগ করেননি উত্তম কুমার।
আরো পড়ুন : এই বাংলা সিরিয়ালের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান, দেখে তোলপাড় নেটপাড়া
খুব কম বয়সে উত্তম কুমারের প্রয়াণ ঘটে। এই আঘাতটা সুচিত্রা মেনে নিতে পারেননি। উত্তম কুমারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনিও টলিউড ছেড়ে দিয়ে অজ্ঞাতবাসে চলে যান। শোনা যায় মৃত্যুর আগে নাকি সুচিত্রার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন উত্তম কুমার। কিন্তু ব্যস্ততার কারণে অভিনেত্রীর সময় দিয়ে উঠতে পারেননি। জীবনের শেষ দিন পর্যন্ত সুচিত্রার মনে সেই আক্ষেপ রয়ে গিয়েছিল।
আরো পড়ুন : পরিচারিকা থেকে দেশের প্রথম সুপারস্টার, বাঙালি এই অভিনেত্রী ছিলেন গোটা ভারতের গর্ব