যোগ্যতা থাকা সত্ত্বেও মিলছে না কাজ! টলিউডের ‘লবিবাজি’ নিয়ে বিস্ফোরক জুন আন্টি উষসী

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) দৌলতে উষসী চক্রবর্তীকে (Ushasie Chakraborty) আজ প্রায় সকলেই চেনেন। বিশেষত স্টার জলসার শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিকের পর তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছিল। তার অভিনীত ‘জুন আন্টি’ (Jun Aunty) চরিত্রটিকে নিয়ে সোশ্যাল মিডিয়া আজও তোলপাড়। ধারাবাহিক শেষ হওয়ার পর মাসের পর মাস কেটে গেলেও এখনও জুন আন্টি যেন প্রত্যেক দর্শকের মনে অবিকল আগের মতই থেকে গিয়েছেন।

এহেন দক্ষ অভিনেত্রী উষসীকেও কাজ দেয় না টলিউড (Tollywood)! এত ভালো অভিনয় করা সত্ত্বেও এই পর্যন্ত তাকে বাংলা ছবিতে সেভাবে পাওয়া যায়নি। এতে মনে মনে বেশ হতাশ অভিনেত্রী। এমনকি ইদানিং যেমন ওয়েব সিরিজের চল উঠেছে, সেখান থেকেও নাকি ভাল কাজের সুযোগ পাচ্ছেন না উষসী। উষসী আশা করেছিলেন ‘জুন আন্টি’ যেভাবে জনপ্রিয়তা পেয়েছে তাতে প্রযোজকরা এইবার তার কথাও ভাববেন। কিন্তু তেমনটা হয়নি।

ushoshi sengupta june aunty

তবে এমন নয় যে তার কাছে ওয়েব সিরিজের প্রস্তাব একেবারেই আসছে না। আসলে তিনি যেরকমটা আশা করছেন, তেমন কোনও চরিত্রের জন্য প্রস্তাব এপর্যন্ত তার কাছে আসেনি। উষসীর কথায়, ‘‘মনে হয় ছবির ক্ষেত্রে একটা অন্য ‘লবি’ কাজ করে। পিআর, ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা কত— সে সবের নিরিখেও বিচার করা হয়। ইনস্টাগ্রামে হাজার হাজার অনুরাগী নেই আমার। এমনও শুনতে হয়েছে— ‘আপনি টেলিভিশনে খুব ভাল অভিনয় করেছেন। আপনি খুব জনপ্রিয়। কিন্তু আপনি কি ‘ওটিটি’-তেও পারবেন?’ ইন্ডাস্ট্রিতে এত বছর অভিজ্ঞতার পরে এটা কি আমার প্রাপ্য?’’।

তাহলে পর্দায় ফেরার ব্যাপারে আর কী পরিকল্পনা রয়েছে তার? এই প্রশ্নের জবাবে অভিনেত্রীর উত্তর, “আসলে আমার মনে হয় ‘জুন আন্টি’ থেকে এখনও দর্শক বেরোতে পারেননি। কিন্তু এ বার বেরিয়ে আসা উচিত। সে জন্যই আমি এই মুহূর্তে কোনও ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে চাই না।’’ তবে দর্শকদের হতাশ হওয়ার কিন্তু কোনও কারণ নেই। কারণ উষসী আশ্বস্ত করেছেন এই বলে যে পুজোর পর তাকে আবার পর্দায় দেখা যেতেও পারে।

Ushasie Chakraborty

সম্প্রতি ‘ইন্দ্রাণী’সহ তিনটি নামি চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব এসেছিল তার কাছে। এবার আর খল নায়িকা হিসেবে নয়, নায়িকা হিসেবে প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু তিনি আরও কিছুদিন সময় নিতে চান। আপাতত তাই পড়াশোনা এবং নিজের ব্যক্তিগত কাজেই সময় বরাদ্দ করেছেন উষসী।