হিন্দি সিরিয়ালের দাপুটে খলনায়িকা ‘কমলিকা’র বাস্তব জীবন কাহিনী শুনলে ভিজে যাবে চোখ

হিন্দি টেলিভিশনের দাপুটে খল নায়িকাদের মধ্যে যার নাম নিতান্ত না নিলেই নয়, তিনি ‘কমলিকা’ (Komolika)। একতা কাপুরের ব্যানারে ‘কসৌটি জিন্দেগি কি’ (Kasautii Zindagii Kay) ধারাবাহিকটি যতটা জনপ্রিয় ছিল, তার থেকেও বেশি খ্যাতি কুড়িয়েছিলেন ‘কমলিকা’, ধারাবাহিকের খলনায়িকা। তার উগ্র সাজ, উগ্র আচরণ, নায়িকার প্রতি খলনায়িকাচিত ব্যবহার, দর্শক ভুলতে পারবেন না।

‘কমলিকা বসু’ ওরফে উর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia), পর্দাতে তাকে যতই দাপুটে, নিপীড়নকারী বলে মনে হোক না কেন, বাস্তব জীবনে তিনি নিজেই ছিলেন নিপীড়িতা। তবে ‘কমলিকা’ চরিত্রটি তাকে এনে দিয়েছে সার্বিক জনপ্রিয়তা। তাই এই চরিত্রের দৌলতে তার জীবনের প্রাপ্তি কিছু কম ছিল না। রংবেরঙের বাহারি শাড়ি, ভারী গয়না, কপালে কুমকুমের বিন্দি আর কাজল কালো চোখ ও গাঢ় লিপস্টিকে রাঙানো ঠোঁট, তিনি পর্দায় এসে দাঁড়াতেই ব্যাকগ্রাউন্ডে বাজতো তার নাম। তিনি, ‘কমলিকা’।

 

খুব ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার শখ ছিল তার মনে। ইচ্ছেটা জেগেছিল সেই ৬ বছর বয়সে। প্রথমে বেশকিছু বিজ্ঞাপনী সংস্থার হয়ে কাজ করেছেন তিনি। তারপর দূরদর্শনের ‘শ্রীকান্ত’ ধারাবাহিকের শিশুশিল্পী হিসেবে অভিনয়ে তার হাতেখড়ি। তারপর একটু বড় হতেই দূরদর্শনের আরেক ধারাবাহিক ‘দেখ ভাই দেখ’ তাকে দ্বিতীয় সুযোগ দেয়। তখন তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও সমানতালে চালিয়ে যেতেন।

দূরদর্শনের ধারাবাহিকে অভিনয় করার সময়েই তার সঙ্গে আলাপ হয় তার মনের মানুষের। পরিবারের সকলের অমতে মাত্র ১৬ বছর বয়সেই উর্বশী তাকে বিয়ে করেন। তখন তিনি জানতেন না তিনি কোন জীবন বেছে নিতে চলেছেন। বিয়ের পর তার উপর অকথ্য মানসিক অত্যাচার চলতো। সেখান থেকে বেরিয়ে আসার পথ তার জানা ছিল না। এরপর মাত্র ১৭ বছর বয়সেই তিনি যমজ সন্তানের মা হন। তবে সন্তানদের জন্মের পর তিনি সাংসারিক অশান্তি থেকে মুক্তি চান। তার বয়স যখন মাত্র ১৮, দুই সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে ডিভোর্স নেন উর্বশী।

যে সময় একটি মেয়ের নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নেওয়ার কথা, সেই সময় তার তার কাঁধে ছিল দুই সন্তানের দায়িত্ব। ডিভোর্সের পর তিনি ফিরে আসেন বাবা-মায়ের কাছে। তবে তিনি বাবা-মায়ের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাননি। কাজের খোঁজে ওই বয়সেই পড়াশোনা ছেড়ে, দুই সন্তানকে বাড়িতে রেখেই বেরোতে হয় তাকে। তখন অনটন ছিল তার নিত্যসঙ্গী। সঙ্গে সমাজের কটূক্তিও কিছু কম ছিল না। তবে একা হাতে নিজের লড়াই লড়েছেন উর্বশী।

আজ অভিনেত্রী বয়স ৪৩ ছুঁয়েছে। জীবনের সিংহভাগ সময়টা তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকেছেন। একা হাতে দুই যমজ সন্তান সাগর এবং ক্ষিতিশকে মানুষ করেছেন। অসম্ভব মনের জোর নিয়ে তিনি লড়াইয়ের ময়দানে টিকে থেকেছেন। অভিনেত্রীর কথায়, সবটাই নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর। কঠিন ভাবলে কঠিন, কিন্তু তিনি বরাবর তার পাশে পরিবারকে পেয়েছেন। পরিবার বলতে মা-বাবা, বন্ধুবান্ধব, সহকর্মীরা সকলেই। তাই এই সফর তার কাছে মোটেও কঠিন বলে মনে হয়নি।